Train Ticket: ট্রেনের টিকিট ক্যানসেল না করে পরিচিত কাউকে দেবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 13, 2023 | 6:06 AM

Train Ticket: রেল সূত্রে জানা যায়, কোনও যাত্রী যদি এমন টিকিট হস্তান্তর করতে চান, তাহলে তাঁকে অন্তত ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে আবেদন জানাতে হবে। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে টিকিট হস্তান্তর করতে হবে। কী সেই প্রক্রিয়া জানুন।

Train Ticket: ট্রেনের টিকিট ক্যানসেল না করে পরিচিত কাউকে দেবেন কীভাবে?
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: অনেক সময়ে টিকিট কাটার পরও কোনও বিশেষ কারণে শেষ মুহূর্তে বাতিল হতে পারে টিকিট। এমন ঘটনা নতুন নয়। সে ক্ষেত্রে ওই খালি সিট পাবেন ওয়েটিং লিস্টে থাকা যাত্রী। কিন্তু, যদি টিকিট বাতিল করার আগে পরিচিত কাউকে সেই টিকিট দিয়ে দিতে চান, সেই উপায়ও আছে। অর্থাৎ যার দরকার, তাঁকে ওই টিকিট দিয়ে দেওয়া যায়। তবে সে ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে।

রেল সূত্রে জানা যায়, কোনও যাত্রী যদি এমন টিকিট হস্তান্তর করতে চান, তাহলে তাঁকে অন্তত ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে আবেদন জানাতে হবে। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে টিকিট হস্তান্তর করলে ২৪ ঘণ্টার মধ্যেই নতুন যাত্রীর নামে টিকিট ইস্যু করবে রেল।

তবে যদি যাত্রী কোনও সরকারি কর্মী হন, আর বিয়ের অনুষ্ঠান বা কোনও ব্যক্তিগত কারণে টিকিট হস্তান্তর করতে চান, তাহলে তাঁকে ৪৮ ঘণ্টা আগে আবেদন করতে হবে।

কী পদ্ধতিতে হবে হস্তান্তর?

১. টিকিটের একটি প্রিন্ট আউট নিতে হবে।

২. কাছের রেল স্টেশনে ওই টিকিট নিয়ে যেতে হবে।

৩. যে ব্যক্তিকে আপনার টিকিটটি দিতে চান, তাঁর একটি সরকারি পরিচয় পত্র অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে হবে স্টেশনে।

৪. টিকিট ট্রান্সফারের আবেদন জানাতে হবে। এরপর খুব সহজেই টিকিট হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। যাঁর নামে টিকিটটি হবে, তাঁর মোবাইলে মেসেজ চলে যাবে ট্রেন ছাড়ার আগেই।

Next Article