হ্যাক হল এই Online Grocery App, বেরিয়ে গেল সব গ্রাহকদের Account Detail, এবার কী হবে?

Grocery App Hack: এই হ্যাকিংয়ের পরই শঙ্কা তৈরি হয়েছে যে গ্রাহকদের যাবতীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। নাম, ঠিকানা, ব্যাঙ্কিং ডিটেইলস ফাঁস হয়ে যাওয়ায় গ্রাহকদের বিপদ বাড়ছে। তাদের অ্যাকাউন্টেও সাইবার হামলা চালাতে পারে হ্যাকাররা।

হ্যাক হল এই Online Grocery App, বেরিয়ে গেল সব গ্রাহকদের Account Detail, এবার কী হবে?
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Jun 05, 2025 | 12:22 PM

নয়া দিল্লি: শুধু জামাকাপড় বা গ্যাজেটই নয়, এখন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যা আগে মুদি দোকানে গিয়ে কেনা হত, তাও অনলাইনেই হয়ে যায়। অনলাইন গ্রোসারি ডেলিভারি অ্যাপেই যাবতীয় কেনাকাটি হয়। এবার সেই অনলাইন অ্যাপেই বিপদ। সাইবার হানা গ্রোসারি ডেলিভারি অ্যাপে। ফাঁস হয়ে গেল অ্যাপ ব্যবহারকারীদের সমস্ত তথ্য।

অনলাইন ডেলিভারি স্টার্টআপ সংস্থা কিরানা প্রো-তে সাইবার হানা হয়েছে। এর জেরে আর অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে না। গ্রাহকদের যাবতীয় তথ্যও অ্যাপ থেকে উড়ে গিয়েছে। কোম্পানির প্রতিষ্ঠাতা দীপক রবীচন্দ্রনও জানিয়েছেন যে হ্যাকাররা তাদের সিস্টেমে ঢুকে যাবতীয় তথ্য ডিলিট করে দিয়েছে। অ্যাপের কোড থেকে গ্রাহকদের নাম, ঠিকানা, পেমেন্ট অপশন-সমস্ত কিছুই ডিলিট করে দিয়েছে।

এই হ্যাকিংয়ের পরই শঙ্কা তৈরি হয়েছে যে গ্রাহকদের যাবতীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। নাম, ঠিকানা, ব্যাঙ্কিং ডিটেইলস ফাঁস হয়ে যাওয়ায় গ্রাহকদের বিপদ বাড়ছে। তাদের অ্যাকাউন্টেও সাইবার হামলা চালাতে পারে হ্যাকাররা।

গত ২৬ মে সংস্থার কর্মীরা অ্যামাজন ওয়েব সার্ভিস অ্যাকাউন্টে ঢুকতে পারছিল না কিছুতেই। তখনই জানা যায় যে গোটা অ্য়াপ হ্যাক করে নিয়েছে কেউ। কিরানা প্রো-র সার্ভারে সমস্ত ভার্চুয়াল মেশিনও মুছে ফেলে হ্যাকাররা। সংস্থার তরফে বর্তমানে হ্যাকারকে ট্রেস করার চেষ্টা করা হচ্ছে। আইনি পদক্ষেপ করার কথাও ভাবছে তারা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই অ্যাপ প্রকাশিত হয়। পিভি সিন্ধু এই অ্যাপের বিজ্ঞাপন করেন, তিনি বিনিয়োগও করেছেন। এই অ্যাপে হিন্দি, তামিল, মালায়লম ও ইংরেজি ভাষায় ব্যবহার করা যায়। ভয়েস বেসড অর্ডারিং সিস্টেমও রয়েছে, যাতে মুখে বলেই প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করা যায়। দেশের ৫০টি শহরে এই অ্যাপের পরিষেবা পাওয়া যেত। দৈনিক ২ হাজারেরও বেশি অর্ডার ডেলিভারি করত।