১১ কোটি ৬৯ লক্ষের মধ্যে Aadhaar বাতিল হয়েছে মাত্র ১ কোটি ১৫ লক্ষের, UIDAI-এর তথ্যে বাড়ছে উদ্বেগ!

UIDAI, Aadhaar Card: বাতিল হওয়া আধারের সংখ্যা দেশের মৃত্যু হারের তুলনায় অনেক কম। আর এর ফলেই মনে করা হচ্ছে মৃত ব্যক্তির আধার ব্যবহার করে অনেক সময় অনেক জালিয়াতি হচ্ছে।

১১ কোটি ৬৯ লক্ষের মধ্যে Aadhaar বাতিল হয়েছে মাত্র ১ কোটি ১৫ লক্ষের, UIDAI-এর তথ্যে বাড়ছে উদ্বেগ!
Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

Jul 18, 2025 | 10:29 AM

আমাদের দেশে আধার কার্ড চালু হয়েছে প্রায় ১৪ বছর আগে। আর বর্তমানে ভারতে আধার কার্ডের মোট সংখ্যা ১৪২ কোটি ৩৯ লক্ষ। অন্যদিকে, United Nations Population Fund বলছে আমাদের দেশের জন সংখ্যা প্রায় ১৪৬ কোটি। সম্প্রতি একটি আরটিআইয়ের জবাবে এক বিস্ফোরক তথ্য দিয়েছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি। তারা জানিয়েছে এই ১৪ বছরে মাত্র ১ কোটি ১৫ লক্ষ আধার কার্ড বাতিল হয়েছে দেশে।

বাতিল হওয়া আধারের সংখ্যা দেশের মৃত্যু হারের তুলনায় অনেক কম। আর এর ফলেই মনে করা হচ্ছে মৃত ব্যক্তির আধার ব্যবহার করে অনেক সময় অনেক জালিয়াতি হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ভারতে প্রতি বছর গড়ে ৮৩ লক্ষের বেশি মানুষ মারা গিয়েছেন। অর্থাৎ, ১৪ বছরে মারা গিয়েছেন ১১ কোটির বেশি মানুষ। অন্যদিকে, বাতিল হয়েছে মাত্র ১ কোটি ১৫ লক্ষ আধার! যা মোট মৃত্যুর ১০ শতাংশের চেয়েও কম।

UIDAI বলছে, আধার নিষ্ক্রিয় করা একটি বেশ জটিল প্রক্রিয়া। ফলে, কোনও ব্যক্তি মারা গিয়েছেন কি না, তা সম্পর্কে নিশ্চিত না হলে, আধার নিষ্ক্রিয় করা হয় না। তাতে ওই ব্যক্তি যদি জীবিত থাকেন তার অনেক সমস্যা হতে পারে। এ ছাড়াও বর্তমান নিয়মে, আধার বাতিল নির্ভর করে রাজ্য সরকারের মৃত্যু সনদ, হাসপাতালের রেকর্ড ও পরিবারের তরফে জানানোর উপর। এ ছাড়া ইউআইডিএআইয়ের আরও একটি বক্তব্য উদ্বেগ বাড়াচ্ছে বলে জানা গিয়েছে। তারা বলছে যে, তাদের কাছে মৃত ব্যক্তিদের আধার নম্বর সম্পর্কিত নির্দিষ্ট কোনও তথ্য নেই। ফলে, মৃত ব্যক্তির আধার বা পরিচয় ব্যবহার করে কোনও ধরনের জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।