কলকাতা: বছরের শেষ ট্রেডিং দিনেও খুশির হাওয়া। বছরভর ভাল রিটার্ন তো ছিলই, শেষদিনেও টাটা মোটরসের শেয়ারে (Tata Motors Share) বড় লাভ ঘরে তুললেন বিনিয়োগকারীরা। ট্রেডিং সেশনের কয়েক মিনিটের মধ্যে কোম্পানির বাজারমূল্য ১১ হাজার ৫০০ কোটিরও বেশি বেড়ে যায়। পুরো বছরের কথা যদি বলা যায়, তাহলে দেখা যাচ্ছে কোম্পানিটির শেয়ার বেড়েছে ১০০ শতাংশের বেশি। এর অর্থ টাটা মোটরসের শেয়ারে বিনিয়োগ করে বিনিয়োগকারীদের দ্বিগুণেরও বেশি টাকা কামিয়ে নিয়েছেন। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে টাটা মোটরসের শেয়ার আরও বাড়তে পারে।
টাটা গ্রুপের মোটর কোম্পানি টাটা মোটরসের শেয়ার বছরের শেষ ব্যবসায়িক দিনে রেকর্ড উচ্চতায় পৌঁছাতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় দালাল স্ট্রিটের অন্দরে। তথ্য বলছে, কোম্পানির শেয়ার দর ৬.৪১ শতাংশ বেড়ে সর্বোচ্চ ৮০২.৬০ টাকায় পৌঁছেছে। দুপুর ১টা ৪৫ মিনিটে কোম্পানিটির শেয়ার প্রায় ৪ শতাংশ বেড়ে ৭৮৩.৭৫ টাকায় লেনদেন হয়েছে। একদিন আগে কোম্পানির শেয়ার ৭৫৪ টাকার ঘরে বন্ধ হয়েছিল। তবে এদিন কোম্পানিটির শেয়ার প্রথমবারের মতো ৮০০ টাকার গণ্ডি ছাড়িয়েছে।
চলতি বছরে টাটা মোটরসের শেয়ার দ্বিগুণ হয়েছে। কিন্তু, গত বছরের শেষ ব্যবসায়িক দিনে যখন স্টক মার্কেট বন্ধ হয়েছিল, তখন কোম্পানির শেয়ার ছিল ৩৮৮ টাকায়। কিন্তু, তেইশে লাগাতার বুল রান দেখা গিয়েছে এই সংস্থার শেয়ারে। বর্তমান দাম ৮০২.৬০ টাকা। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০৭ শতাংশ। বর্তমানে কোম্পানির বাজার মূল্য ২,৬০,৪২৮.১৪ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।