
তাদের আসল দেশ পাকিস্তান। কিন্তু পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহি গিয়ে সেখান থেকে ভারতে ঢোকার পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা বানচাল করে দিল ভারত সরকারের ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স। ভারতের নবশেবা বন্দর থেকে একেবারে হাতেনাতে ধরা পড়ল এই পাকিস্তানি কন্টেনার।
সংবাদমাধ্যম সূত্রের খবর, পাকিস্তান থেকে দুবাই হয়ে ভারতে ঢুকতে চাওয়া মোট ৩৯টা কন্টেনার বাজেয়াপ্ত করেছে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স। এই কন্টেনারগুলোর মধ্যে অন্তত ৯ কোটি টাকা মূল্যের পণ্য ছিল। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা তো আগেই জারি করেছিল ভারত। আর সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যে পণ্য আমদানি করা হচ্ছিল সেই পণ্য ডিপ ম্যানিফেস্ট নামক অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। এই খবর ইতিমধ্যেই নিশ্চিত করেছে অর্থ মন্ত্রক।
পাকিস্তান থেকে পণ্য আমদানি একেবারে নিষিদ্ধ করে দিয়েছে ভারত। আর সেই পাকিস্তান থেকেই ঘুরপথে পণ্য নিয়ে আসার চেষ্টা করায় আমদানিকারী সংস্থার এক আধিকারিককে হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে অর্থমন্ত্রক।