
হাতে আর মাত্র ৯টা দিনও নেই। ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলে বড়সড় বিপদে পড়তে পারেন। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা CBDT সাফ জানিয়ে দিয়েছে, ১ জানুয়ারি ২০২৬ থেকে লিঙ্ক না করা প্যান কার্ড সম্পূর্ণ ‘নিষ্ক্রিয়’ হয়ে যাবে।
প্যান নিষ্ক্রিয় হলে শুধু ১০০০ টাকার জরিমানাই নয়, আপনার আর্থিক লেনদেনেও তালা ঝুলবে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে না, আটকে যাবে রিফান্ড। ব্যাঙ্কের KYC, মিউচুয়াল ফান্ড বা লোনের আবেদন বাতিল হতে পারে। বেতন বা SIP-র মতো অটো-ডেবিট ট্রানজাকশন আটকে যাওয়ার সম্ভাবনা। TDS এবং TCS অনেক চড়া হারে কাটবে।
এনআরআই (NRI), ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং অসম, জম্মু-কাশ্মীর ও মেঘালয়ের বাসিন্দাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়।
অনেক সময় নামের বানান বা জন্মতারিখের গরমিলের জন্য লিঙ্ক হয় না। সেক্ষেত্রে আগে UIDAI পোর্টালে আধার এবং NSDL/UTIITSL-এর মাধ্যমে প্যান তথ্য সংশোধন করুন। তারপর লিঙ্কের আবেদন করুন।
শেষ মুহূর্তের ভিড় এড়াতে আজই স্ট্যাটাস চেক করে নিন। নতুন বছরে আর্থিক ঝঞ্ঝাট এড়াতে এই কাজটি এখনই সেরে ফেলা বুদ্ধিমানের কাজ।