
৩১ ডিসেম্বর পেরিয়ে গিয়েছে। আপনি কি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেছেন? যদি না করে থাকেন, তবে বিপদে পড়তে পারেন আপনি। আয়কর দফতরের নির্দেশিকা অনুযায়ী, লিঙ্ক না থাকলে আপনার প্যান কার্ডটি এখন নিছকই একটা প্লাস্টিকের কার্ড। যেটার কোনও মূল্য এই মুহূর্তে নেই। কারণ, এখন সেটা নিষ্ক্রিয়।
একটি নিষ্ক্রিয় প্যান মানেই আপনার বেশিরভাগ আর্থিক লেনদেন বন্ধ। আপনি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আটকে যাবে আপনার আয়কর রিটার্নও। সরকার চাইছে জাল কার্ড রুখতে আর একই সঙ্গে চাইছে কর ফাঁকি বন্ধ করতে। কিন্তু এর জেরে সাধারণ মানুষের হয়রানির আশঙ্কাও থাকছে।
আপনার কার্ডটি সক্রিয় আছে না কি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তা জানতে আয়কর দফতরের পোর্টালে যান। তারপর লগ ইন করুন incometax.gov.in ওয়েবসাইটে। ওই ওয়েবসাইটের ‘Quick Links’ সেকশনে গিয়ে ‘Verify PAN Status’ অপশনে ক্লিক করুন। তারপর আপনার প্যান নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ‘Continue’ করুন। আপনার মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে ভ্যালিডেট করলেই কেল্লাফতে!
যদি স্ক্রিনে দেখেন ‘PAN is Active’, তবে চিন্তার কিছু নেই। মনে রাখবেন, ডিজিটাল যুগে আপনার আর্থিক পরিচয় সুরক্ষিত রাখা এখন আর বিলাসিতা নয়, বরং আবশ্যিক প্রয়োজন। সতর্ক থাকুন, লেনদেন সচল রাখুন।