নয়া দিল্লি: দূরের যাত্রার ক্ষেত্রে আজও ট্রেনের ওপরেই ভরসা করেন দেশের একটা বড় অংশের মানুষ। কখনও ২৪ ঘণ্টা, কখনও ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে যাত্রা করতে হয় গন্তব্যে পৌঁছনোর জন্য। তাই যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আরও অনেক সুযোগ-সুবিধা নিয়ে আসা হচ্ছে। রেলের প্যান্ট্রির ওপর আর ভরসা করতে হবে না। এবার একটা হোয়াটস্যাপ করলে ট্রেনে বসেই পেয়ে যেতে পারেন পিৎজা-বার্গার অথবা নুডলস। এছাড়া পিএনআর স্টেটাস জানার জন্যও একটা হোয়াটস্যাপ করলেই হবে। IRCTC- র পার্টনার জুপ (ZOOP) দিচ্ছে এই বিশেষ সুবিধা।
কীভাবে অর্ডার করবেন খাবার
১. জুপ-এর হোয়াটসঅ্যাপ নম্বর হল ৭০৪২০৬২০৭০। ওই নম্বরে Hi লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে।
২. এরপর পছন্দের ভাষা বেছে নিতে হবে।
৩. জিভা নামে হোয়াটসঅ্যাপ বট ওপার থেকে জবাব দেবে।
৪. এরপর ‘Order Food’ অপশন বেছে নিতে হবে।
৫. ১০ সংখ্যার পিএনআর নম্বর দিতে হবে ও রেস্তোরাঁ বেছে নিতে হবে।
৬. কোন খাবার খেতে চান, সেটা বেছে নিতে হবে।
৭. এরপর পেমেন্ট অপশন বেছে নিতে হবে। হোয়াটসঅ্যাপ থেকেই পুরোটা ট্র্যাক করা যাবে।
এছাড়া পিএনআর স্টেটাসও দেখা যাবে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই।
১. Hi লিখে ৭০৪২০৬২০৭০ নম্বরে পাঠাতো হবে।
২. বেছ নিতে হবে পছন্দের ভাষা।
৩. জিভা নামে হোয়াটসঅ্যাপ বট রিপ্লাই করবে।
৪. এরপর ‘Check PNR Status’ অপশন ক্লিক করতে হবে।
৫. ১০ সংখ্যার পিএনআর নম্বর দিলেই দেখাবে ট্রেনের স্টেটাস।