Bangla NewsBusiness Passengers Can not Do these Things inside Train After 10 Pm, Know What are the Rules of Indian Railways
Indian Railways: রাত ১০টার পর যাত্রীদের কী কী করা যাবে না, ফের মনে করিয়ে দিল রেল
Railways Rule: প্রতিদিন লক্ষাধিক যাত্রী লোকাল ও দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন। রেলযাত্রীদের জন্য একাধিক নিয়মে পরিবর্তন আনল রেল। যাত্রী (Passenger) থেকে শুরু করে টিটিই(TTE)-সকলকেই এই নিয়ম মানতে হবে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে রাতে যাত্রার সময় এই নিয়মগুলি মানতেই হবে।
ফাইল চিত্র
Image Credit source: Twitter
Follow Us
নয়া দিল্লি: কাছেপিঠে হোক বা দূরে কোথাও, ভারতীয়দের যাত্রার অন্য়তম ভরসা হল ভারতীয় রেলওয়ে। বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী লোকাল ও দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন। বিগত কয়েক বছর ধরে যাত্রী পরিষেবার উপরে বিশেষ নজর দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এবার রেলযাত্রীদের জন্য একাধিক নিয়মে পরিবর্তন আনল রেল। যাত্রী (Passenger) থেকে শুরু করে টিটিই(TTE)-সকলকেই এই নিয়ম মানতে হবে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে রাতে যাত্রার সময় এই নিয়মগুলি মানতেই হবে। কী কী সেই নিয়ম এক নজরে দেখে নেওয়া যাক-
রেলের তরফে জানানো হয়েছে, রাত ১০টার পর যাত্রীরা ট্রেনে জোরে কথা বলতে পারবেন না। স্পিকারে গান বাজানোও যাবে না রাত ১০টার পরে।
রাত ১০টার পর কোনও যাত্রীকে মিডল বার্থ খোলা থেকে বাধা দেওয়া যাবে না।
রাত ১০টার পর বড় আলো জ্বালিয়ে রাখা যাবে না। একমাত্র নাইট ল্যাম্পই জ্বালিয়ে রাখা যাবে।
রাত ১০টার পর ট্রেনের কামরায় কোনও খাবারও পরিবেশন করতে পারবে না কেটারিং সংস্থা।
দূরপাল্লার ট্রেনে রাত ১০টার আগেই ট্রেনের টিকিট পরীক্ষা করতে হবে টিটিই-দের। যদি কোনও যাত্রী মধ্য রাতে ট্রেনে ওঠেন, তবে কিছুক্ষণের মধ্যেই টিটিই-কে সেই বার্থে এসে টিকিট পরীক্ষা করতে হবে।
বিমানের মতো ট্রেনেও একটি নির্দিষ্ট ওজন অবধিই লাগেজ বহন করা যাবে। এসি কামরার জন্য সর্বাধিক ৭০ কেজি অবধি লাগেজ নিতে পারবেন যাত্রীরা। নন এসি স্লিপার ক্লাসে সর্বাধিক ৪০ কেজি অবধি ওজন বহন করা যাবে। সেকেন্ড ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি ওজন অবধি পণ্য বহন করতে পারবেন। অতিরিক্ত ওজনের পণ্য় সঙ্গে থাকলে জরিমানা দিতে হবে।