Patanjali: ৫ বছরে ৫৭ শতাংশ লাভ! বড় সংস্থাগুলোকে কীভাবে টেক্কা দিল পতঞ্জলি?

Share Market Return, FMCG: একদিকে যখন পতঞ্জলির শেয়ার দারুণ খেলা দেখাচ্ছে তখন ভারতের এফএমসিজি সেক্টরের অন্যান্য সংস্থাগুলোর ছবিটা একেবারেই ভাল নয়। ভারতের সবথেকে বড় এফএমসিজি সংস্থা হিন্দুস্থান ইউনিলিভারের শেয়ারের দাম গত ৫ বছরে ৪ শতাংশ পড়েছে। ডাবর ইন্ডিয়া আরও নিচে।

Patanjali: ৫ বছরে ৫৭ শতাংশ লাভ! বড় সংস্থাগুলোকে কীভাবে টেক্কা দিল পতঞ্জলি?

Dec 29, 2025 | 4:25 PM

শেয়ার বাজারের লড়াইয়ে কি তবে দাপট কমছে পুরনো সংস্থাগুলোর? গত ৫ বছরের পরিসংখ্যান কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। যেখানে হিন্দুস্তান ইউনিলিভার বা ডাবরের মতো মহারথীরা বিনিয়োগকারীদের হতাশ করেছে, সেখানে ম্যাজিক দেখাচ্ছে পতঞ্জলি ফুডস।

তথ্য কী বলছে?

NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরে পতঞ্জলির শেয়ার রিটার্ন দিয়েছে প্রায় ৫৭ শতাংশ। ৫ বছর আগে যে শেয়ারের দাম ছিল ৩৪৭ টাকা, আজ তা দাঁড়িয়েছে ৫৪৪ টাকা ১০ পয়সায়। আপনি যদি তখন বিনিয়োগ করতেন, আজ আপনার পকেটে আসত মোটা মুনাফা।

পিছিয়ে কেন হেভিওয়েটরা?

একদিকে যখন পতঞ্জলির শেয়ার দারুণ খেলা দেখাচ্ছে তখন ভারতের এফএমসিজি সেক্টরের অন্যান্য সংস্থাগুলোর ছবিটা একেবারেই ভাল নয়। ভারতের সবথেকে বড় এফএমসিজি সংস্থা হিন্দুস্থান ইউনিলিভারের শেয়ারের দাম গত ৫ বছরে ৪ শতাংশ পড়েছে। ডাবর ইন্ডিয়া আরও নিচে। তাদের পতন প্রায় ৮ শতাংশ। নেসলে ইন্ডিয়া ৩৯ শতাংশ রিটার্ন দিলেও পতঞ্জলির ধারেকাছেও পৌঁছাতে পারেনি। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই শেয়ারগুলো চড়চড়িয়ে বাড়লেও, চলতি বছরের বছরের শেষে এসে থমকে গিয়েছে তাদের দৌড়।

বাজার বিশ্লেষকদের মতে, পতঞ্জলি যেভাবে নিজেদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে। তাতে আগামী দিনে শেয়ারের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যেখানে পুরনো কোম্পানিগুলো একটি নির্দিষ্ট রেঞ্জে আটকে রয়েছে, সেখানে নতুন লক্ষ্যমাত্রা স্থির করছে পতঞ্জলি।

তবে মনে রাখবেন, শেয়ার বাজারের ওঠা-পড়া লগ্নির অবিচ্ছেদ্য অংশ। গত ৫ বছরের এই জয়যাত্রা কি আগামী ৫ বছরেও বজায় থাকবে? নজর থাকবে সেদিকেই।