
নয়াদিল্লি: ৬৭ শতাংশ বাড়ল মুনাফা। অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে কামাল দেখাল পতঞ্জলি। মন খুশি বিনিয়োগকারীদের। শুধু তাই নয়, বিনিয়োগকারীদের হাতে বছর শেষের উপহার তুলে দিতে চলেছে পতঞ্জলি। যার জেরে শেয়ারের দরেও দেখা গিয়েছে গতি।
সম্প্রতি নিজেদের বোর্ড মিটিংয়ে বিনিয়োগকারীদের অন্তর্বর্তী ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম ভোগ্যপণ্য সংস্থা পতঞ্জলি। যা প্রভাব ফেলেছে তাঁদের দ্বিতীয় ত্রৈমাসিকের পরিসংখ্যান। ফের একবার সাধারণের মন জয় করতে সফল হয়েছে তাঁরা। সংস্থা সূত্রে খবর, শেয়ার প্রতি বিনিয়োগকারীদের ১টাকা ৭৫ পয়সা অন্তর্বর্তী ডিভিডেন্ড দিতে চলেছে পতঞ্জলি। যার ফেস ভ্যালু বা অভিহিত মূল্য প্রায় ২ টাকা। অর্থাৎ একজন বিনিয়োগকারীর কাছে যদি ১০০টি শেয়ার থাকে, তা হলে ১৭৫ টাকা অন্তর্বর্তী ডিভিডেন্ড পেতে চলেছেন তিনি।
এই ডিভিডেন্ড প্রদানের জন্য় ১৩ই নভেম্বরকে কাট-অফ ডেট হিসাবে নির্ধারণ করেছে পতঞ্জলি। অর্থাৎ এই তারিখের মধ্য়ে যে সকল বিনিয়োগকারীরা পতঞ্জলির শেয়ার কিনবেন বা হোল্ড করবেন, তাঁরাই পেয়ে যাবেন এই অন্তর্বর্তী ডিভিডেন্ড। কিন্তু কবে মিলবে সেই ডিভিডেন্ড? সংস্থা সূত্রে জানা গিয়েছে, ৭ই ডিসেম্বরের মধ্য়ে বিনিয়োগকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্তর্বর্তী ডিভিডেন্ডের টাকা।
পতঞ্জলি প্রদত্ত দ্বিতীয় ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, গতবছরের তুলনায় এই বছর অত্যন্ত ভাল পারফর্ম করেছে সংস্থা। যার জেরে মুনাফা বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। খাতায় কলমে হিসাব করলে টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় ৫১৬ কোটি টাকা। গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই মুনাফার পরিমাণ ছিল ৩০৮ কোটি টাকা। শুধুই মুনাফা নয়, এই পর্বে পতঞ্জলির মোট আয় ২০ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৯ হাজার ৭৯৮ কোটি টাকার গন্ডি।