Paytm-Axis Bank: বাঁচার নয়া পন্থা! Axis Bank ব্যাঙ্ককে বেছে নিল Paytm
Paytm-Axis Bank: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বারবার অনিয়মের অভিযোগ ওঠায় সম্প্রতি কড়া পদক্ষেপ করেছে আরবিআই। নির্দেশিকা না মেনে অ্যাকাউন্ট খোলার অভিযোগ রয়েছে পেটিএমের বিরুদ্ধে। ১৫ মার্চের পর থেকে সব পরিষেবা বন্ধ হয়ে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আরবিআই-এর তরফে।
নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশের পর বিপাকে পড়েছে পেটিএম। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সব পরিষেবা আগামী ১৫ মার্চের পর বন্ধ হয়ে যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যেই বিকল্প পথ খুঁজে নিতে হবে গ্রাহকের। এই পরিস্থিতিতে অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে চুক্তি হল পেটিএম-এর। সংস্থার কিছু প্রোডাক্ট যাতে চালু রাখা যায়, তার জন্য অ্য়াক্সিস ব্যাঙ্কে নোডাল অ্যাকাউন্ট সরিয়ে নিয়ে গেল পেটিএম। সংস্থার তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বারবার অনিয়মের অভিযোগ ওঠায় সম্প্রতি কড়া পদক্ষেপ করেছে আরবিআই। নির্দেশিকা না মেনে অ্যাকাউন্ট খোলার অভিযোগ রয়েছে পেটিএমের বিরুদ্ধে। জানুয়ারি মাসে আরবিআই নির্দেশ দেয় ২৯ ফেব্রুয়ারির পর থেকে সব পরিষেবা বন্ধ হয়ে যাবে। পরে সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান বিজয় শেখর শর্মা সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ও আরবিআই-এর আধিকারিকদের সঙ্গে দেখা করেন। তবে আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়ে দিয়েছেন তাঁদের সিদ্ধান্ত আর পুনর্বিবেচনা করা হবে না। তবে কিউআর কোডের মাধ্যমে পেটিএম-এ যে লেনদেন করা যায়, তা চালু থাকবে। তবে কিউআর কোড যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে করা যাবে না লেনদেন। গ্রাহকদের জন্য আরবিআই-এর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যাঁরা পেটিএম ব্যাঙ্কের মাধ্যমে বেতন পান, তাঁদের ১৫ মার্চের মধ্যে বিকল্প ব্যবস্থা করে নিতে হবে।