Foldable House: Amazon বিক্রি করছে আস্ত ফোল্ডেবল বাড়ি! দামও ধরা ছোঁয়ার বাইরে নয়

Foldable House: নিজের ইচ্ছেমতো জায়গায় পেতে আবার ভাঁজ খুলে বাড়ি সাজিয়ে নিতে পারবেন। বাইরে থেকে বা ভিতর থেকে কোনও ফারাক অনুভব করতে পারবেন না। একাধিক ঘর আছে, দরজা আছে, জানালা আছে। আসবাবপত্র রাখার জন্য ঘরে পর্যাপ্ত জায়গাও আছে। কিন্তু পুরোটাই 'ফোল্ডেবল'। অর্থাৎ, যখন খুশি, যেখানে খুশি তুলে নিয়ে গিয়ে বসাতে পারবেন আপনি।

Foldable House: Amazon বিক্রি করছে আস্ত ফোল্ডেবল বাড়ি! দামও ধরা ছোঁয়ার বাইরে নয়
ভাঁজ করা বাড়িImage Credit source: Amazon

|

Feb 06, 2024 | 11:43 AM

যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে অনেক কিছুই। তাই বলে এতটা! একটা গোটা বাড়ি, পুরোটাই ভাঁজ করে পরিপাটি করে তুলে রাখা যায়। নিজের ইচ্ছেমতো জায়গায় পেতে আবার ভাঁজ খুলে বাড়ি সাজিয়ে নিতে পারবেন। বাইরে থেকে বা ভিতর থেকে কোনও ফারাক অনুভব করতে পারবেন না। একাধিক ঘর আছে, দরজা আছে, জানালা আছে। আসবাবপত্র রাখার জন্য ঘরে পর্যাপ্ত জায়গাও আছে। কিন্তু পুরোটাই ‘ফোল্ডেবল’। অর্থাৎ, যখন খুশি, যেখানে খুশি তুলে নিয়ে গিয়ে বসাতে পারবেন আপনি। আর সেই বাড়ি কিন্তু আপনারও নাগালের মধ্যেই। অ্য়ামাজনে বিক্রি হচ্ছে এই ফোল্ডেবল বাড়ি। সম্প্রতি বছর তেইশের এক মার্কিন টিকটকার অ্যামাজন থেকে এমনই একটি ফোল্ডেবল বাড়ি কিনে ফেলেছেন।

অ্য়ামাজনে বিক্রি হচ্ছে এই ধরনের বাড়ি

এরপর খুশিতে ডগমগ হয়ে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই টিকটকার। লিখেছেন, ‘এই মাত্র অ্যামাজন থেকে একটা বাড়ি কিনলাম। দেখার পর এটা নিয়ে আমাকে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি।’ মার্কিন সংবাদমাধ্যম মেট্রোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ফোল্ডেবল বাড়িটির আয়তন চওড়ায় সাড়ে ১৬ ফুট এবং লম্বায় ২০ ফুট। দাম প্রায় ২৬ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় হিসেব করলে ২১ লাখ ৩৭ হাজার টাকা। ছোট্ট এক কামরার ফ্ল্যাটের মতো। কিন্তু কোনও কিছুর খামতি নেই ভিতরে। বাথরুম রয়েছে। শাওয়ার বসানো সেখানে। আছে কমোডও। রান্না করার জন্য আলাদা জায়গা করা আছে। একটা শোয়ার ঘর এবং একটা বসার ঘরও আছে।

অ্য়ামাজন ডট কমের তথ্য বলছে, তাদের কাছে এরকম আরও বিভিন্ন আয়তনের বাড়ি রয়েছে। চওড়ায় ১৯ ফুট, লম্বায় ২০ ফুট মাপের প্রায় বর্গাকার একটি বাড়ি আছে। সেটির সঙ্গে আবার রেস্টরুমও রয়েছে বলে দাবি করা হচ্ছে। নেটাগরিকদের মধ্যেও বেশ চর্চা চলছে এই ফোল্ডেবল বাড়ি নিয়ে। মাসে মাসে ঘরভাড়া গোনার থেকে এ ব্যবস্থা ঢের ভাল বলে মনে করছেন কেউ কেউ। আবার অনেকে এমনও আছেন, যারা এটাকে টাকার ধ্বংস ছাড়া আর কিছুই মনে করছেন না।