
নয়া দিল্লি: বর্তমান সময়ে দাঁড়িয়ে ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বিনিয়োগ অত্য়ন্ত জরুরি। অল্প বয়স থেকেই বিনিয়োগ শুরু করে দেন অনেকে। কিন্তু যারা আগে থেকে কোনও খাতে বিনিয়োগ করেননি, তারাই সমস্যার মুখে পড়েন। কারণ অধিকাংশ বিনিয়োগের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট বয়সসীমা থাকে, যা পার করে গেলে আর নতুন করে কোনও খাতে বিনিয়োগ করা যায় না। তবে চিন্তার কোনও কারণ নেই। ষাটোর্ধ্ব ব্যক্তিরাও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা রাখতে পারেন। এমনই দুটি প্রকল্প হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ও পিএম ব্যয় বন্দন যোজনা।
যদি আপনার ও আপনার সঙ্গীর বয়স ৬০ বছরের বেশি হয়, তবে আপনারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ও পিএম ব্যয় বন্দন যোজনায় বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে ভাল সুদের হারও মেলে। এই প্রকল্প দুটির আরও একটি সুবিধা হল দুটি প্রকল্পই সরকার সমর্থিত অর্থাৎ এতে বিনিয়োগ করলে, সঠিক সময়ে সুদের হার মেলে এবং আর্থিক ক্ষতির ঝুঁকিও কম থাকে।
আপনি যদি ষাটোর্ধ্ব হন, তবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা পিএম ব্যয় বন্দন যোজনা, দুটির মধ্যে কোনও একটিতেই শুধুমাত্র বিনিয়োগ করতে পারবেন। কিন্তু যদি আপনি ও আপনার সঙ্গী উভয়েই ষাটোর্ধ্ব হন, তবে আপনারা উভয় খাতেই বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনারা দুইজন ১৫ লক্ষ টাকা করে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ও পিএম ব্যয় বন্দন যোজনায় বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনারা একে অপরের নমিনি হতে পারেন। অর্থাৎ দুইজন মিলিয়ে মোট ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।