Personal Finance: মাসিক খরচের হিসাব রাখতে হিমশিম খাচ্ছেন? এই ৫ অ্যাপ থাকলে আর চিন্তা করতে হবে না…

Savings Apps: ডিজিটাল যুগে অনলাইন পেমেন্টের দৌলতে অনেক সময়ই খরচের হিসাব থাকে না। তবে চিন্তার কোনও কারণ নেই। বর্তমান সময়ে একাধিক এমন মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে আপনি নিজের দৈনন্দিন খরচ ও সঞ্চয়ের হিসাব রাখতে পারবেন।

Personal Finance: মাসিক খরচের হিসাব রাখতে হিমশিম খাচ্ছেন? এই ৫ অ্যাপ থাকলে আর চিন্তা করতে হবে না...
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 26, 2023 | 7:51 AM

নয়া দিল্লি: বর্তমান সময়ে দাঁড়িয়ে আর্থিক সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় কত টাকা খরচ করছেন, তার হিসাব রাখলেই আর্থিক সঞ্চয় করা অনেকটা সহজ হয়ে যায়। তবে ডিজিটাল যুগে অনলাইন পেমেন্টের দৌলতে অনেক সময়ই খরচের হিসাব থাকে না। তবে চিন্তার কোনও কারণ নেই। বর্তমান সময়ে একাধিক এমন মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে আপনি নিজের দৈনন্দিন খরচ ও সঞ্চয়ের হিসাব রাখতে পারবেন। এমন পাঁচটি অ্যাপেরই খোঁজ দেওয়া হল এই প্রতিবেদনে-

এক্সপেনসিফাই-

আপনার ব্যবসা ও ঘুরতে যাওয়ার খরচের হিসাবের জন্য সবথেকে সেরা অ্যাপ্লিকেশন হল এক্সপেনসিফাই (Expensify)। আপনার চাকরিগত ক্ষেত্রে খরচ থেকে শুরু করে ব্যক্তিগত খরচ, যাবতীয় হিসাব রাখা সম্ভব এই অ্যাপে। খরচের রিপোর্ট, রিসিট বা বিল স্ক্য়ান থেকে শুরু করে ক্রেডিট কার্ডের মাইলেজ ট্রাক করা- যাবতীয় কাজই  করা যায়। দেশ-বিদেশে ঘুরতে গেলে এই অ্যাপ খরচের হিসাব রাখতে বিশেষ সাহায্য করতে পারে।

ওয়ালেট: বাজেট অ্যান্ড মানি ম্যানেজার-

আপনার মাসিক বাজেটের পরিকল্পনা ও খরচের হিসাব রাখতে সাহায্য করে ওয়ালেট অ্যাপ। আপনি নিজের প্রয়োজন মতো ক্যাটেগরিও তৈরি করতে পারবেন এবং মোবাইল থেকে ডেটা সিঙ্ক করাতে পারবেন খরচের হিসাব রাখার জন্য। এই অ্যাপে বিভিন্ন ব্লগ ও প্রতিবেদনও শেয়ার করা হয় সাশ্রয় সম্পর্কে সঠিক ধারণা দিতে।

স্পেন্ডিং ট্রাকার-

খরচের হিসাব রাখার জন্য সবথেকে সহজ অ্য়াপ হল স্পেন্ডিং ট্রাকার। এতেও বিভিন্ন ক্যাটেগরি থাকে, যাতে আপনি সবধরনের খরচের হিসাব রাখতে পারবেন।

মানি ম্যানেজার এক্সপেন্স অ্য়ান্ড বাজেট-

মানি ম্যানেজার অ্যাপ হল একটি ফ্রি অ্যাপ্লিকেশন, যেখানে আপনি যাবতীয় খরচের হিসাব রাখতে পারেন।