Fixed Deposit: ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়াল এই বেসরকারি ব্যাঙ্ক, জেনে নিন দুই বছরে কত আয় হতে পারে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 19, 2023 | 7:41 AM

Axis Bank Fixed Deposit rate:

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়াল এই বেসরকারি ব্যাঙ্ক, জেনে নিন দুই বছরে কত আয় হতে পারে
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: বৃহস্পতিবার (১৮ মে), ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের জন্য সুদের হার বাড়াল দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক। এই বৃদ্ধির পর সাধারণ মানুষের জন্য এফডির সুদের হার হবে সর্বোচ্চ ৭.১০ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার হবে ৭.৮৫ শতাংশ। ব্যাঙ্ক ১৩ মাস থেকে ২ বছরের মেয়াদি এফডিতে এই রিটার্ন দিচ্ছে। অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, নতুন এফডি রেটগুলি এদিন থেকেই কার্যকর হয়েছে।

অ্যাক্সিস ব্যাঙ্ক কোন মেয়াদে কত সুদ দিচ্ছে?

-৭ দিন থেকে ৪৫ দিনের এফডি-তে ৩.৫০% সুদ দেওয়া হচ্ছে

– ৪৬ দিন থেকে ৬০ দিনের এফডি-তে সুদ মিলবে ৪%

– ৬১ দিন থেকে তিন মাসের এফডি-তে ৪.৫০% সুদের হার রয়েছে

– তিন মাস থেকে ছয় মাসের এফডি-তে সুদের হার ৪.৭৫%

– ৬ থেকে ৯ মাসের এফডি-তে সুদ ৫.৭৫%

– ৯ থেকে ১২ মাসের এফডি-তে সুদ ৬%

– ১ বছর থেকে ১ বছর ৪ দিনের এফডি-তে সুদ দিচ্ছে ৬.৭৫%

– ১ বছর ৫ দিন থেকে ১৩ মাসের এফডি-তে ৬.৮০% সুদ পাওয়া যাবে

– ১৩ মাস থেকে দুই বছরের মধ্যে এফডি-তে ৭.১০% সুদের হার দেওয়া হচ্ছে

– দুই বছর থেকে ত্রিশ মাসের এফডি-তে সুদ দিচ্ছে ৭.০৫%

– ৩০ মাস থেকে ১০ বছরের মধ্যে এফডি-র সুদের হার এখন ৭ শতাংশ

ব্যাঙ্কের ত্রৈমাসিক ফলাফল

এক বছর আগে, মার্চ ত্রৈমাসিকে ৪,১১৭.৭৭ কোটি টাকা টাকার মুনাফা অর্জন করেছিল অ্যাক্সিস ব্যাঙ্ক। চলতি বছরের মার্চ ত্রৈমাসিকে ব্যাঙ্কের লোকসান হয়েছে ৫,৭২৮.৪২ কোটি টাকা। একই সময়ে, তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের মুনাফা ৬২ শতাংশ বেড়ে ৫,৮৫৩.১ কোটি টাকা হয়েছে। ২০২৩ সালের মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য, প্রাইভেট ব্যাঙ্কটিকর মোট আয় ছিল ২৮,৮৬৫.০৮ কোটি টাকা। গত বছর একই ত্রৈমাসিকে আয় ছিল ২১,৯৯৯.৫৮ কোটি টাকা। মার্চ ত্রৈমাসিকে মোট সুদের আয় বছরে ৩৩ শতাংশ বেড়ে ১১,৭৪২ কোটি টাকা হয়েছে।

Next Article