AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol-diesel Price: পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে কমতে পারে ৭ থেকে ১০ টাকা

Fuel Price Reduce: ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাঙ্ক যে পরামর্শ দিয়েছে, তা নেমেই এই পদক্ষেপ কেন্দ্র নিতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

Petrol-diesel Price: পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে কমতে পারে ৭ থেকে ১০ টাকা
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 6:28 PM
Share

নয়াদিল্লি: দাম কমতে পারে পেট্রল-ডিজেলের। এক ধাক্কায় জ্বালানি তেলের দাম কমতে পারে ৫ থেকে ৭ টাকা। সূত্রের খবর, পেট্রোলিয়াম তেলের উপর শুল্ক কমাতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র এই শুল্ক প্রতি লিটার তেলে ৭ থেকে ১০ টাকা পর্যন্ত কমাতে পারে বলে খবর। সেই শুল্ক কমলেই দেশে কমবে তেলের দাম। যার জেরে স্বস্তি মিলতে পারে মূল্যবৃদ্ধির বাজারে। যদিও শুল্ক কমানোর কোনও ঘোষণা এখনও করেনি কেন্দ্র। তবে তা শীঘ্রই করা হতে পারে বলে খবর। ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাঙ্ক যে পরামর্শ দিয়েছে, তা নেমেই এই পদক্ষেপ কেন্দ্র নিতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিপিআই নির্ভর মূল্যবৃদ্ধির হার ফেব্রুয়ারি মাসে কী দাঁড়ায় তার উপর নির্ভর করেই কেন্দ্র সিদ্ধান্ত নিতে পারে বলে খবর। এ বিষয়ে আইআইএফএল-এর ভাইস প্রেসিডেন্ট অনুজ গুপ্তা জানিয়েছেন, সরকার পেট্রোল ডিজেলের উপর শুল্ক প্রতি লিটারে কমাতে পারে ৭ থেকে ১০ টাকা। এই শুল্ক কমার জেরে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম কমতে পারে ৫ থেকে ৭ টাকা। তিনি আরও জানিয়েছেন, সরকার শুল্ক যতটা কমাবে তার উপরই নির্ভর করছে পেট্রোল- ডিজেলের দাম কম।

গত বছর মে মাসে পেট্রোল- ডিজেলের দাম কমেছিল। সে সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুল্ক কমানোর ঘোষণা করেছিলেন। তার জেরেই প্রতি লিটার পেট্রোলের দাম কমেছিল ৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে কমেছিল ৬ টাকা। পেট্রোল -ডিজেলের দামের প্রভাব পড়ে মূল্যবৃদ্ধিতেও। গত কয়েক বছরে দেশে পেট্রোল, ডিজেলের দাম ধারাবাহিক ভাবে বেড়েছিল। যার ব্যাপক প্রভাব পড়ে জনজীবনে। পেট্রোল, ডিজেলের দাম যদি কমে তাহলে কিছু হলেও স্বস্তি মিলবে দেশবাসীর।