কলকাতা: আগামিকালই উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। বেশ কয়েকদিন ধরে পেট্রোল-ডিজেলের দামে খুব একটা হেরফের হয়নি। তবে সাধারণ মানুষের আশঙ্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে যেভাবে অপরিশোধিত তেলের দাম বাড়ছে, তার ফলে পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের পর ভারতেও পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে। বুধবার, ৯ মার্চ গোটা দেশেই পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত। দেশের মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতে জ্বালানি তেলের দাম সবথেকে কম। কারণ এর আগেই দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকার জ্বালানি তেলের ওপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাটে বড় অঙ্কের ছাড় দিয়েছিল। যার ফলে দিল্লিতে পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে ৮ টাকা কমেছে। মন্ত্রিসভার বৈঠকে অরবিন্দ কেজরীবাল সিদ্ধান্ত নিয়েছিলেন পেট্রোলের ওপর ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪ শতাংশ করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক দেশের কোন কোন গুরুত্বপূর্ণ শহরে জ্বালানির দাম কত
১. মুম্বই
পেট্রোল- ১০৯.৯৮ টাকা প্রতি লিটার
ডিজেল- ৯৪.১৪ টাকা প্রতি লিটার
২. দিল্লি
পেট্রোল- ৯৫.৪১ টাকা প্রতি লিটার
ডিজেল- ৮৬.৬৭ টাকা প্রতি লিটার
৩. চেন্নাই
পেট্রোল- ১০১.৪০ টাকা প্রতি লিটার
ডিজেল- ৯১.৪৩ টাকা প্রতি লিটার
৪. কলকাতা
পেট্রোল- ১০৪.৬৭ টাকা প্রতি লিটার
ডিজেল- ৮৯.৭৯ টাকা প্রতি লিটার
৫. ভোপাল
পেট্রোল- ১০৭.২৩ টাকা প্রতি লিটার
ডিজেল- ৯০.৮৭ টাকা প্রতি লিটার
৬. হায়দরাবাদ
পেট্রোল- ১০৮.২০ টাকা প্রতি লিটার
ডিজেল- ৯৪.৬২ টাকা প্রতি লিটার
৭. বেঙ্গালুরু
পেট্রোল- ১০০.৫৮ টাকা প্রতি লিটার
ডিজেল- ৮৫.০১ টাকা প্রতি লিটার
৮. গুয়াহাটি
পেট্রোল- ৯৪.৫৮ টাকা প্রতি লিটার
ডিজেল- ৮১.২৯ টাকা প্রতি লিটার
৯. লখনউ
পেট্রোল- ৯৫.২৮ টাকা প্রতি লিটার
ডিজেল- ৮৬.৮০ টাকা প্রতি লিটার
১০. গাঁধীনগর
পেট্রোল- ৯৫.৩৫ টাকা প্রতি লিটার
ডিজেল- ৮৯.৩৩ টাকা প্রতি লিটার
আরও পড়ুন Abhishek Banerjee in Goa: কংগ্রেসের ‘স্বাগত’ বার্তার পরই গোয়া সফরে অভিষেক, তুঙ্গে জল্পনা