AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এ আর এক IPL! চেন্নাই, দিল্লিকে টপকে কলকাতার পেট্রোল 104

Petrol Price Today: গত ১০ দিনের পরিসংখ্যান দেখলে পেট্রোলের দাম ২.০৫ টাকা প্রতি লিটার বেড়েছে। গত সপ্তাহে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৮২ ডলারে পৌঁছে গিয়েছে কিন্তু এখন এই দাম কমছে।

এ আর এক  IPL! চেন্নাই, দিল্লিকে টপকে কলকাতার পেট্রোল 104
| Edited By: | Updated on: Oct 10, 2021 | 5:12 PM
Share

কলকাতা: এই মুহূর্তে দেশে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। পাশাপাশি গত এক মাস ধরে আরও এক আইপিএল চলছে গোটা দেশজুড়ে। ইন্ডিয়ান পেট্রোল লিগ। দেশের চার মহানগর এবং প্রধান শহরগুলির মধ্যে চলছে জ্বালানি তেলের মূল্যে একে অপরকে টেক্কা দেওয়ার পালা। জ্বালানি তেলের দামে কখনও মু্ম্বাই টেক্কা দেয় রাজস্থানকে আবার চেন্নাইকে টেক্কা দিয়ে যায় কলকাতা। আজ যেমন চেন্নাইকে টেক্কা দিয়ে কলকাতায় পেট্রোলের দাম পেরিয়েছে ১০৪.৮০ টাকা। অপরদিকে সকলকে টেক্কা দিয়ে ডিজেলের দামে এগিয়ে গিয়েছে মুম্বই। এদিন মুম্বইতে ডিজেলের দাম প্রতি লিটার ১০০.৬৬ টাকা।

ক্রমাগত বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। স্বস্তি নেই পুজোর সময়তেও। সরকারি তেল কোম্পানিগুলি আজও বাড়িয়ে দিয়েছে পেট্রোল ডিজেলের দাম। এদিন পেট্রোলের দাম ৩০ পয়সা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৩৫ পয়সা বাড়ানো হয়েছে।

চার মহানগরে জ্বালানি তেলের দাম

অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দাম বাড়ার কারণে ভারতের পেট্রোলিয়াম কোম্পানিগুলিও জ্বালানি তেলের দাম লাগাতার বাড়িয়ে চলেছে। ভারত নিজের প্রয়োজনের প্রায় ৮৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে থাকে। আমদানিকৃত অপিরশোধিত তেলকেই পেট্রোল আর ডিজেলের মতো জ্বালানি তেলে পরিবর্তিত করা হয়ে থাকে। আজ দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.১৪ টাকা অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৮২ টাকা। দেশের অর্থনৈতিক রাজধানী বলে পরিচিত মুম্বইতে এদিন পেট্রোলের দাম প্রতি লিটার ১১০.১২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০০.৬৬ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৫৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৭.২৬ টাকা।

দেশের অন্যান্য শহরে পেট্রোল ডিজেলের দাম

দেশের বেশকিছু রাজ্যে পেট্রোল ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। সব মিলিয়ে প্রায় ২৬টি রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে। এর মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা, জম্মু কাশ্মীর এবং লাদাখে পেট্রোলের দাম সবচেয়ে বেশি। প্রসঙ্গত আলাদা আলাদা রাজ্যে পেট্রোল ডিজেলের দাম আলাদা আলাদা হওয়ার কারণ কেন্দ্র এবং রাজ্য সরকারের আলাদা আলাদা ট্যাক্স। দুই সরকারের আলাদা আলাদা ট্যাক্সের কারণেই প্রতিটি রাজ্যে জ্বালানি তেলের দাম আলাদা আলাদা হয়ে থাকে।

গত ১০ দিনের পরিসংখ্যান দেখলে পেট্রোলের দাম ২.০৫ টাকা প্রতি লিটার বেড়েছে। গত সপ্তাহে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৮২ ডলারে পৌঁছে গিয়েছে কিন্তু এখন এই দাম কমছে। দেশে জ্বালানি তেলের দাম এই বছরের এপ্রিল মাস থেকেই খুচরো দামে ৪১ শতাংশ বৃদ্ধির কারণে রেকর্ড স্তরে ঘোরাফেরা করছে। আন্তর্জাতির বাজারে পেট্রোল আর ডিজেলের দাম অগস্ট মাসে গড় দামের তুলনায় প্রায় ৬-৭ ডলার প্রতি ব্যারেল বেড়েছে।

আরও পড়ুন: Gold Price today: পুজোর উপহার! সর্বোচ্চ স্তর থেকে ৯৩০৮ কমল টাকা সোনার দাম