Petrol Price Today: লাগাতার ৩৭দিন অপরিবর্তিত জ্বালানি তেল, জানুন আপনার শহরে পেট্রোল ডিজেলের দাম

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Dec 10, 2021 | 1:37 PM

Petrol Price Today: কেন্দ্র সরকার ২০২০-২১ অর্থ বছরে পেট্রোল ডিজেল থেকে ৩.৭২ লক্ষ কোটি টাকা আয় করেছে এক্সাইজ ডিউটি থেকে। যদি সহজ ভাষায় বলা হয় তো, ১০০০ কোটি টাকার বেশি রোজগার হয়েছে সরকারের। অন্যদিকে এক বছর আগে এই সংখ্যাটি ছিল ৪৮৮ কোটি টাকা প্রতিদিন।

Petrol Price Today: লাগাতার ৩৭দিন অপরিবর্তিত জ্বালানি তেল, জানুন আপনার শহরে পেট্রোল ডিজেলের দাম
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: দেশের প্রধান তেল কোম্পানি আইওসিএল, বিপিসিএল এবং এইচসিএলের তরফে শুক্রবার পেট্রোল ডিজেলের নতুন দাম প্রকাশিত হয়েছে। জ্বালানি তেলের দামে আজও কোন পরিবর্তন করা হয়নি। এই নিয়ে লাগাতার ৩৭তম দিন দেশীয় বাজারে পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত রইল। প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারে লাগাতার বেশ কয়েকদিন বাড়ার পর এদিন অপরিশোধিত তেলের দাম কমতে দেখা গিয়েছে।

অপরিশোধিত তেলের দাম কমল

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ৭০ ডলার প্রতি ব্যারেলের কাছে পৌঁছেছে। এদিন ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম ৭২ ডলার থেকে কমে প্রতি ব্যারেলের দাম হয়েছে ৭০ ডলার অন্যদিকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৭৬ টাকা থেকে কমে প্রতি ব্যারেলের দাম হয়েছে ৭৪ ডলার। প্রসঙ্গত দিন কয়েক আগেই আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ৭০ ডলার প্রতি ব্যারেলের নীচে নেমে গিয়েছিল কিন্তু দাম বাড়া শুরু হতেই কয়েকদিনের মধ্যে ক্রুড অয়েল নিজের ছন্দ বজায় রাখে। কিন্তু অপরিশোধিত তেলের দাম আজ আবারও কমতে দেখা গিয়েছে।

দেশের বড় শহরে পেট্রোল ডিজেলের দাম

দেশের রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম প্রতি লিটাক ৯৫.৪১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৬৭ টাকা। মুম্বইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৯.৯৮ টাকা অন্যদিকে ডিজেলের দাম ৯১.১৪ টাকা প্রতি লিটার। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৪৩ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা।

পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি

প্রতি লিটার পেট্রোলের জন্য ১.৪০ টাকা বেসিক এক্সাইজ ডিউটি, ১১টাকা অতিরিক্ত এক্সাইজ ডিউটি, ১৩ টাকা (রোড আর ইনফ্রাস্টাকচার সেস) আর ২.৫ টাকা কৃষি এবং উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার সেস নেওয়া হয়। যা সবমিলিয়ে দাঁড়ায় ২৭.৯০ টাকা। অন্যদিকে ডিজেলের জন্য ১.৮০ টাকা বেসিক এক্সাইজ ডিউটি, ৮ টাকা বিশেষ এক্সাইজ ডিউটি, ৮ টাকা (রোড আর ইনফ্রাস্টাকচার সেস), ৪ টাকা ষি এবং উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার সেস নেওয়া হয়। সবমিলিয়ে যা দাঁড়ায় ২১.৮০ টাকা।

পেট্রোল ডিজেল থেকে সরকারের আয়

কেন্দ্র সরকার ২০২০-২১ অর্থ বছরে পেট্রোল ডিজেল থেকে ৩.৭২ লক্ষ কোটি টাকা আয় করেছে এক্সাইজ ডিউটি থেকে। যদি সহজ ভাষায় বলা হয় তো, ১০০০ কোটি টাকার বেশি রোজগার হয়েছে সরকারের। অন্যদিকে এক বছর আগে এই সংখ্যাটি ছিল ৪৮৮ কোটি টাকা প্রতিদিন।

কীভাবে জানবেন আপনার শহরের জ্বালানি তেলের দাম

প্রত্যেক রাজ্যে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাটের মূল্য আলাদা। এই অবস্থায় জ্বালানি তেলের দাম আলাদা আলাদা হতে পারে। একই রাজ্যের মধ্যেও শহরগুলিতে পরিবহন শুল্কের হিসাবে দামে সামান্য পার্থক্য থাকে। আপনি মাত্র একটি এসএমএসের মাধ্যমেই প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম জানতে পারেন। আপনি ইন্ডিয়ান অয়েল SMS সার্ভিসের মাধ্যমে ৯২২৪৯৯২২৪৯ নাম্বারে এসএমএস করতে পারেন। আপনার মোবাইলের ম্যাসেজ সার্ভিসে গিয়ে RSP<Space> পেট্রোল পাম্প ডিলার কোড টাইপ করে এই নাম্বারে পাঠিয়ে দিলেই আপনার এলাকার আজকের পেট্রোলের দাম জানতে পারবেন। আপনি আপনার এলাকার RSP কোড ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকেই জানতে পেরে যাবেন।

আরও পড়ুন: Foreign Companies in India: ২০১৪ সালের পর থেকে ২৭৮৩টি বিদেশী কোম্পানি ভারতে বন্ধ করেছে ব্যবসা: পীযূষ গোয়েল

Next Article