PM Kanya Ashirwad Yojana: পিএম কন্যা আশীর্বাদ যোজনায় ১.৮০ লক্ষ টাকা করে পাবেন কন্যা সন্তানরা? জানুন সত্যিটা
PM Kanya Ashirwad Yojana: ইউটিউবে একটি ভিডিয়োয় দাবি করা হয়েছে, পিএম কন্যা আশীর্বাদ যোজনায় ১.৮০ লক্ষ টাকা করে পাবেন কন্যা সন্তানরা। তবে পিআইবি-র তরফে জানানো হয়েছে, ভিডিয়োটি ভুয়ো।
রাজ্য় ও কেন্দ্রীয় স্তরে সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে থাকে। এই প্রকল্প থেকে সুবিধা পান দেশের সাধারণ নাগরিকরা। বিভিন্ন প্রকল্পের অধীনে সুবিধাও ভিন্ন ভিন্ন হয়। কিছু কিছু ক্ষেত্রে যেমন পরিষেবা পান সাধারণ নাগরিকরা। কিছু ক্ষেত্রে নগদ টাকা সরাসরি পৌঁছে যায় নাগরিকদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। তবে সরকারের তরফে ঘোষণা না করা হলেও সোশ্যাল মিডিয়ায় সরকারি উন্নয়নমূলক প্রকল্পের বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে পড়তে দেখা যায়। এতে সাধারণ নাগরিকরা বিভ্রান্ত হন। সম্প্রতি এরকম একটি ভিডিয়ো ইউটিউবে ছড়িয়ে পড়ে।
সেই ভিডিয়োতে দাবি করা হয়েছিল, প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনার অধীনে প্রত্যেক কন্যা সন্তানের বাবা-মাকে ১৮০,০০০ টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। সেখানে আরও বলা হয়েছিল, কন্যা সন্তানের বাবা-মায়ের অ্য়াকাউন্টে সরাসরি সেই টাকা পৌঁছে যাবে। গভর্নমেন্ট জ্ঞান নামক এক চ্যানেল থেকে ওই ভিডিয়োটি আপলোড করা হয়। এই ভিডিয়োটি দেশের অনেক নাগরিকের কাছেই ছড়িয়ে পড়ে। তবে এখন জানা যাচ্ছে ভিডিয়োটি মিথ্যে। এবং সেই ভিডিয়োয় দাবি করা সব স্কিমও ভুয়ো।
‘Government Gyan’ नामक #YouTube चैनल की एक वीडियो में दावा किया गया है कि केंद्र सरकार ‘प्रधानमंत्री कन्या आशीर्वाद योजना’ के तहत सभी बेटियों को ₹1,80,000 की नगद राशि दे रही है#PIBFactCheck
✅ यह वीडियो #फ़र्ज़ी है।
✅ केंद्र सरकार द्वारा ऐसी कोई योजना नहीं चलाई जा रही है। pic.twitter.com/y8KRVfxVrF
— PIB Fact Check (@PIBFactCheck) March 11, 2023
সরকারের তরফে পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে, এই ভিডিয়োর কোনও সত্যতা নেই। কন্যা সন্তানদের মা-বাবাকে এরকম কোনও স্কিম অফার করা হচ্ছে না কেন্দ্রের তরফে। টুইটে লেখা হয় “‘গভর্নমেন্ট জ্ঞান’ নামে ইউটিউব চ্যানেলের একটি ভিডিয়োতে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা’র আওতায় সমস্ত কন্যাকে নগদ ১,৮০,০০০ টাকা দিচ্ছে। এই ভিডিয়োটি ভুয়ো।”