
২০২৫ সালের শেষ সপ্তাহ, ওড়িশার চণ্ডীপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে গর্জে উঠল ভারতের নতুন মিসাইল। সফল হল ‘পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট’ (LRGR 120)-এর প্রথম পরীক্ষা।
১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু। কিন্তু নির্ভুল নিশানায় কোনও খামতি ছিল না। ডিআরডিও সূত্রে খবর, এই রকেট একেবারে ‘টেক্সটবুক প্রিসিশন’ বা একেবারে ব্যকরণ মেনেই নিখুঁতভাবে তার লক্ষ্যে আঘাত করেছে। মাঝ আকাশে যে যে রণকৌশল দেখানোর পরিকল্পনা ছিল, তার সবকটিই সফল।
বর্তমানে সেনাবাহিনীতে যে পিনাকা লঞ্চার রয়েছে, নতুন এই পিনাকা সেখান থেকেই উৎক্ষেপণ করা সম্ভব। ফলে নতুন পরিকাঠামোর প্রয়োজন নেই। নতুন পিনাকা এলআরজিআর ১২০ ডিজাইন করেছে পুণের ‘আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট’ বা ARDE। যদিও এই রকেটের ডিজাইনে সঙ্গে ছিল আরও বেশ কয়েকটি প্রতিরক্ষা গবেষণাগার।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যকে ‘গেম চেঞ্জার’ বলেছেন। নতুন এই পিকানা রকেট সেনার শক্তি যে কয়েক গুণ বাড়াবে, তা নিয়ে সংশয় নেই বিশেষজ্ঞদেরও। ডিআরডিও চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত নিজেও এই পরীক্ষার সাক্ষী ছিলেন।
সীমান্তে চিনের দাদাগিরি হোক বা পাকিস্তানের ছক—১২০ কিলোমিটার পাল্লার এই গাইডেড রকেট যে ভারতের জন্য একটা দারুণ অস্ত্র হতে চলেছে সে কথা বলাই যায়। আর এই পিনাকার হাত ধরে আগামী দিনে আরও নিখুঁত ও বিধ্বংসী হতে চলেছে ভারতের গোলন্দাজ বাহিনী।