জুন মাসের ৩০ তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হবে। করোনা অতিমারির কারণে ২ বছর ধরে বিধিনিষেধের কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। হিমালয়ের কোলে অবস্থিত এই পবিত্র স্থানে ৪৩ দিনের যাত্রা করতে অসংখ্য পুণ্যার্থী সারা বছর অপেক্ষা করে থাকেন। ১১ অগস্ট এই বছরের মতো বন্ধ হয়ে যাবে অমরনাথ মন্দির। যাত্রী সুবিধার্থে এই বছরই প্রথমবার শ্রীনগর থেকে পঞ্চতরণী অবধি হেলিকপ্টার পরিষেবা শুরু হয়েছে। পঞ্চতরণী থেকে ৬ কিলোমিটার হেঁটে অমরনাথ গুহাতে পৌঁছতে হবে। ইতিমধ্যেই অমরনাথের বুকিং শুরু হয়ে গিয়েছে। কীভাবে করবেন রেজিস্ট্রেশন জেনে নিন
প্রয়োজনীয় নথিপত্র
বয়সসীমা
অমরনাথ যাত্রার জন্য বয়সেরও কিছু বিধিনিষেধ রয়েছে। ১৩ বছরের কম অথবা ৭৫ বছরের বেশি কেউ অমরনাথ যাত্রায় অংশ নিতে পারবেন না। ৬ সপ্তাহের বেশি গর্ভবতী মহিলাদের অমরনাথ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।