India VS England ম্যাচ দেখতে যাবেন? বিমানের টিকিটের দামে ঘুরে আসতে পারবেন দুবাই!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 25, 2023 | 1:37 PM

Flight Tickets: যদি আপনারও স্টেডিয়ামে বসে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দেখার ইচ্ছা থাকে, তবে পকেটে রেস্ত থাকতেই হবে। কারণ দিল্লি থেকে লখনউ যাওয়ার আসা-যাওয়ার টিকিটের খরচ পড়ছে ৭৯,০০০ টাকা! হ্যাঁ, ঠিকই দেখছেন। এটাই এখন বিমানের টিকিটের দাম। তাও আবার একজনের।

India VS England ম্যাচ দেখতে যাবেন? বিমানের টিকিটের দামে ঘুরে আসতে পারবেন দুবাই!
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: ক্রিকেট জ্বরে কাঁপছে দুনিয়া। চলছে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023)। মহালয়ার দিন ছিল ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। সামনেই রয়েছে আরও একটি ম্যাচ, যার দিকে নজর রয়েছে সকলের। আগামী ২৯ অক্টোবর মুখোমুখি হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (India VS England Match)।  লখনউয়ের একানা স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচ। খেলা দেখতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও (Rishi Sunak)। আর এই ম্যাচের দৌলতেই আকাশ ছুঁয়েছে বিমানের টিকিটের দাম। দিল্লি থেকে লখনউ যেতে বিমানের টিকিটের যা দাম পড়ছে, তাতে আপনি অনায়াসে দুবাই বা ব্যাঙ্কক থেকে ঘুরে আসতে পারবেন।

যদি আপনারও স্টেডিয়ামে বসে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দেখার ইচ্ছা থাকে, তবে পকেটে রেস্ত থাকতেই হবে। কারণ দিল্লি থেকে লখনউ যাওয়ার আসা-যাওয়ার টিকিটের খরচ পড়ছে ৭৯,০০০ টাকা! হ্যাঁ, ঠিকই দেখছেন। এটাই এখন বিমানের টিকিটের দাম। তাও আবার একজনের। এই খরচে আপনি অনায়াসে দিল্লি থেকে ব্যাঙ্কক বা দুবাই ঘুরে আসতে পারেন।

গুগলের তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবরের জন্য আপনি যদি লখনউয়ের বিমানের ইকোনমি ক্লাসের টিকিট কাটেন, তবে আপনার খরচ পড়বে ৭৯০০ টাকা থেকে ১০,৪৭০ টাকা। সেখানেই আপনি যদি বিজনেস ক্লাসের টিকিট কাটেন, তবে আপনার খরচ পড়বে ৩৩,০০০ থেকে ৭৯,০০০ টাকা।

সাধারণত বিজনেস ক্লাসের টিকিটের দাম পড়ে ২০,০০০ থেকে ৬০,০০০ টাকা। ইকোনমি ক্লাসের টিকিটের দাম পড়ে ৩০০০ থেকে ৬০০০ টাকা। কিন্তু ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দৌলতে সেটাই ৭৯,০০০ টাকায় পৌছেছে। সুতরাং ম্যাচ দেখতে যাওয়ার আগে একবার ব্যাঙ্ক ব্য়ালেন্স চেক করে নেওয়াই শ্রেয়।

Next Article