নয়া দিল্লি: কৃষকদের সুবিধার জন্য পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই প্রকল্পের অধীনে কেন্দ্রের তরফে সরাসরি কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা চলে যায়। পিএম কিষাণ নিধির ১৩ তম কিস্তির টাকা পেয়েছেন কৃষকেরা। এবার ১৪ তম কিস্তির জন্য অপেক্ষা করছেন দেশের ৯ কোটি কৃষক। তাঁদের জন্য সুখবর। চলতি মাসেই তাঁদের অ্যাকাউন্টে চলে যাবে পিএম কিষাণ সম্মান নিধির ১৪ তম কিস্তির টাকা। এক সরকারি ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, আগামী ২৮ জুলাই কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা জমা হবে। এই টাকা DBT-এর মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
উপকৃত হবেন ৯ কোটি কৃষক
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১৪ তম কিস্তি থেকে দেশের ৯ কোটি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা দেওয়া হবে। প্রায় ৯ কোটি কৃষক এই কিস্তির সুবিধা পেতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী মোদী আগামী ২৮ জুলাই সরাসরি DBT-র মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি টাকা স্থানান্তর করবেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৩-এ কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির ১৩ তম কিস্তি পাঠানো হয়েছিল।
এই কাজ না করলে কিষাণ নিধির টাকা মিলবে না
১৪ তম কিস্তির জন্য অপেক্ষারত কৃষকদের শীঘ্রই ই-কেওয়াইসি করাতে হবে। এটা না হলে কিস্তির টাকা মিলবে না। তবে ই-কেওয়াইসি করা কঠিন কাজ নয়। খুবই সহজ প্রক্রিয়া। কৃষকেরা তাঁদের নিকটস্থ CSC-তে গিয়ে KYC করাতে পারেন। এ ছাড়া জমির নথিপত্রের প্রমাণীকরণও জরুরি। কৃষকেরা নিকটস্থ কৃষি অফিসে গিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারেন।
সতর্কতা
ই-কেওয়াইসি করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নাম, ঠিকানা, লিঙ্গ, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদিতে ভুল হলে পিএম কিষাণ সম্মান নিধির টাকা ঢুকতেও সমস্যা হবে।