
নয়া দিল্লি: দেশের কৃষকদের জন্য সুখবর। কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা। এই উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, ২৩ ফেব্রুয়ারি কিসান সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তি প্রকাশিত হতে চলেছে। দেশজুড়ে ৯.৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে এই কিস্তির টাকা।
দেশের অন্নদাতাদের আর্থিক সহায়তার জন্যই এই প্রকল্পের সূচনা করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের অধীনে প্রতি চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে পাঠায় সরকার। সারা বছর ধরে মোট তিনটি কিস্তিতে ৬ হাজার টাকা দেওয়া হয়। ২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার ১৮ তম কিস্তি দেওয়া হয়। আজ বিহারের ভাগলপুর থেকে ১৯ তম কিস্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার দেশের মোট ৯.৮ কোটি কৃষক অর্থ পাবেন। মোট ২২,০০০ কোটি টাকা দেওয়া হবে। ১৮তম কিস্তি দেওয়ার সময় এই প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা ছিল ৯.৬ কোটি। সেই সংখ্যাটা আরও বেড়েছে। পিএম কিসান নিধির অধীনে এখন পর্যন্ত মোট ৩.৪৬ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে।