বিনিয়োগের জন্য জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে অন্যতম হল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি। আপনি কি জানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এরকম ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেই ভরসা রাখেন। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত পোস্ট অফিস ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২ টি ছোটো সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন তিনি। অর্থাৎ, দেশের প্রধানমন্ত্রীও পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করেন। জীবন বিমা ও জাতীয় সঞ্চয় শংসাপত্রে বিপুল বিনিয়োগ করেছেন মোদী। তাই আপনিও যদি ছোটো সঞ্চয় প্রকল্পে লাভ করতে চান তাহলে দেরি না করে পোস্ট অফিসে বিনিয়োগ করুন।
পোস্ট অফিসের বিনিয়োগ প্রকল্পে কোনও ঝুঁকি নেই। এতে আপনি নিশ্চিত রিটার্নও পাবেন। বেশিরভাগ মানুষই স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঙ্ক এফডি বেছে নেন। কিন্তু পোস্ট অফিসের স্কিমে ব্যাঙ্ক এফডি-র তুলনায় আপনার টাকা বেশি তাড়াতাড়ি দ্বিগুণ হতে পারে। পোস্ট অফিসের এরকমই একটি স্কিম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। দেশের যেকোনও পোস্ট অফিসের শাখায় এই স্কিমের জন্য আবেদন করা যাবে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট :
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে মেয়াদপূর্তির সময়কাল হল ৫ বছর। বর্তমানে এই সার্টিফিকেটে ৬.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। যেকোনও ব্যাঙ্কের এফডি-র থেকে এই সুদের পরিমাণ বেশি। কেউ এই স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, যেকোনও পরিমাণ অর্থের এনএসসি কিনতে পারেন। এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর আইনের ৮০ সি ধারার অন্তগর্ত কর ছাড় মেলে। তবে এই ছাড় শুধুমাত্র ১.৫ লক্ষ টাকা বিনিয়োগের জন্যই উপলব্ধ।