নয়া দিল্লি: রাম মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী ২২ জানুয়ারি ২০২৪-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশ থেকে ১২১ জন বৈদিক ব্রাহ্মণদের সঙ্গে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। সেই অনুষ্ঠান সরাসরি অনলাইন প্ল্যাটফর্মগুলিতে সম্প্রচারিত হবে। এছাড়া রাম মন্দির সম্পর্কিত প্রতিটি ছোট-বড় তথ্যের উপর আপডেট পেতে চাইলে প্রধানমন্ত্রী মোদীর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পারেন। রাম মন্দির-সহ দেশের বিভিন্ন বিষয়ের তথ্য এবং প্রতিটি আপডেট প্রধানমন্ত্রী মোদীর এই চ্যানেলে পোস্ট করা হয়। ফলে এই চ্যানেলের মধ্য গিয়ে আপনি চাইলে প্রধানমন্ত্রী মোদীর ফোন নম্বর ছাড়াও তাঁর সঙ্গে সংযোগ করতে পারেন।
কীভাবে নরেন্দ্র মোদীর হোয়াটসঅ্যাপ চ্যানেলের আপডেট পাবেন?
১) প্রধানমন্ত্রীর সাথে সংযোগ করতে এবং রাম মন্দিরের প্রতিটি আপডেটের উপর নজর রাখতে, হোয়াটসঅ্যাপে যান।
২) হোয়াটসঅ্যাপে যাওয়ার পর Find Channels অপশনে ক্লিক করুন।
৩) এখানে নরেন্দ্র মোদী লিখে সার্চ করুন। হবে. পিএম মোদির চ্যানেলটি স্ক্রিনে প্রদর্শিত হবে, আপনি এটি এক ক্লিকেই অনুসরণ করতে পারেন। অনুসরণ করতে (+) অপশনে ক্লিক করুন।
৪) এরপর আপনি হোয়াটসঅ্যাপে প্রতিটি আপডেট পেতে থাকবেন।
রাম মন্দির এবং প্রধানমন্ত্রী মোদী সম্পর্কিত প্রতিটি আপডেট
এই চ্যানেলে আপনার নম্বর সম্পূর্ণ নিরাপদ থাকবে, অর্থাৎ এই চ্যানেলটি অনুসরণ করার পর আপনার নম্বর কারও হাতে আসবে না। চ্যানেলের সঙ্গে যুক্ত অন্য কেউ আপনার নম্বর দেখতে পাবে না।
পিএম মোদী হোয়াটসঅ্যাপ চ্যানেল সাবস্ক্রাইব
পিএম মোদী হোয়াটসঅ্যাপ আপনি এই চ্যানেলে নিজে বার্তা পাঠাতে পারবেন না, শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর সময়ে সময়ে এটিতে প্রতিটি ছোট-বড় আপডেট পোস্ট হতে থাকবে। সেখানে আপনি রাম মন্দির এবং প্রধানমন্ত্রী মোদী সম্পর্কিত প্রতিটি আপডেটের উপর নজর রাখতে পারেন।