Punjab National Bank: সুদের হার বাড়াল PNB, এই বিশেষ মেয়াদের FD-তে মিলবে ৮ শতাংশের উপরে রিটার্ন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 20, 2023 | 7:43 PM

Punjab National Bank: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। ১৯ মে থেকেই কার্যকর হয়েছে এই নয়া সুদের হার। এই সুদের হার বৃদ্ধির ফলে একটি বিশেষ স্কিমে বিনিয়োগে লাভ পাবেন বিনিয়োগকারীরা।

Punjab National Bank: সুদের হার বাড়াল PNB, এই বিশেষ মেয়াদের FD-তে মিলবে ৮ শতাংশের উপরে রিটার্ন
Image Credit source: PTI

Follow Us

স্থায়ী আমানতে সুদের হার বাড়াল দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ২ কোটি টাকার আমানতের নিচে সুদের হার পুনর্বিবেচবনা করল এই ব্যাঙ্ক। ৪৪৪ দিনের স্থায়ী আমানতে সুদের হার ৪৫ বেসিস পয়েন্ট বাড়াল এই পিএনবি। তবে ৬৬৬ দিনের স্থায়ী আমানতে সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমাল এই ব্যাঙ্ক। বর্তমানে ৪৪৪ দিনের আমানতে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে। আর প্রবীণ নাগরিকদের দিচ্ছে ৭.৭৫ শতাংশ। আর সুপার সিনিয়র সিটিজ়েনরা পাবেন ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ। গতকাল থেকেই কার্যকর হয়েছে এই নয়া সুদের হার।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার:

৭ দিন থেকে ৪৫ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৩.৫০ শতাংশ সুদ

৪৬ থেকে ১৭৯ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৪.৫০ শতাংশ সুদ

১৮০ দিন থেকে ২৭০- সাধারণ গ্রাহকদের জন্য ৫.৫০ শতাংশ সুদ

২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ে- সাধারণ গ্রাহকদের জন্য ৫.৮০ শতাংশ সুদ

১ বছর থেকে ৪৩৩ দিন পর্যন্ত- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৬.৮০ শতাংশ

৪৪৪ দিনের মেয়াদে- সাধারণ নাগরিকদের জন্য ৭.২৫ শতাংশ

৪৪৫ দিন থেকে ৬৬৫ দিন- সাধারণ নাগরিকদের জন্য ৬.৮০ শতাংশ

৬৬৬ দিনের মেয়াদে- সাধারণ নাগরিকদের জন্য ৭.০৫ শতাংশ

৬৬৭ দিন থেকে ২ বছর মেয়াদে- সাধারণ নাগরিকদের জন্য ৬.৮০ শতাংশ

২ বছরের বেশি সময় থেকে ৩ বছর অবধি মেয়াদে- ৭.০০ শতাংশ

৩ বছরের বেশি থেকে ১০ বছর অবধি স্থায়ী আমানতে- ৬.৫০ শতাংশ

Next Article