Investment Scheme: জমা টাকায় রিটার্ন পাবেন ২ লাখ টাকা! এই স্কিমে বিনিয়োগে নেই কোনও ঝুঁকিও

Post Office Scheme: যদি এমনই কম ঝুঁকিপূর্ণ এবং গ্য়ারান্টি রিটার্নের বিনিয়োগ অপশন খুঁজছেন, তাহলে আপনার জন্য সেরা একটি অপশন হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট। এই স্কিমে অল্প বিনিয়োগ করেই মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। ৫ বছর মেয়াদ হয় এই বিনিয়োগ স্কিমের।

Investment Scheme: জমা টাকায় রিটার্ন পাবেন ২ লাখ টাকা! এই স্কিমে বিনিয়োগে নেই কোনও ঝুঁকিও
ফাইল চিত্র।Image Credit source: X

|

Nov 12, 2025 | 7:14 PM

নয়া দিল্লি: সুন্দর ভবিষ্যতের জন্যই কাজ করেন সকলে। শুধুমাত্র কঠোর পরিশ্রমই নয়, ভবিষ্যত সুরক্ষিত করতে সঞ্চয় এবং বিনিয়োগও দরকার। তবে বিনিয়োগের ক্ষেত্রে চোখ বুজে কোথাও টাকা রাখা উচিত নয়। এমন জায়গায় টাকা বিনিয়োগ করা উচিত, যাতে ঝুঁকিও থাকবে না, আবার ভাল রিটার্নও পাওয়া যাবে।

যদি এমনই কম ঝুঁকিপূর্ণ এবং গ্য়ারান্টি রিটার্নের বিনিয়োগ অপশন খুঁজছেন, তাহলে আপনার জন্য সেরা একটি অপশন হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট। এই স্কিমে অল্প বিনিয়োগ করেই মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। ৫ বছর মেয়াদ হয় এই বিনিয়োগ স্কিমের। প্রতি ত্রৈমাসিকে জমা অর্থে ইন্টারেস্ট বা সুদ পাওয়া যায়। বর্তমানে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে সুদের হার ৬.৭ শতাংশ।

মাত্র ১০০ টাকা দিয়েই আরডি অ্যাকাউন্ট খোলা যায়। এতে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। এই পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করলে, আয়কর আইনের ৮০সি ধারায় কর ছাড়ও পাওয়া যায়।

যদি কেউ মাসিক ২০ হাজার টাকা করে রেকারিং ডিপোজিটে জমা রাখেন ৫ বছরের জন্য, তাহলে মোট ১২ লক্ষ টাকা জমা হবে। ৬.৭ শতাংশ হারে আপনি সুদ পাবেন ২ লক্ষ ২৭ হাজার টাকা। অর্থাৎ ১২ লক্ষ টাকা বিনিয়োগ করে ১৪.২৭ লক্ষ টাকা রিটার্ন পাবেন।

যেহেতু সরকারি স্কিম, তাই বিনিয়োগে কোনও ঝুঁকি থাকবে না। এই স্কিমে লোনও পাওয়া যায়। ৫ বছর মেয়াদ পূরণের পর চাইলে আরও ৫ বছর মেয়াদ বাড়ানো যায়।