
অনেক এমন পরিবার এখনও রয়েছে যাঁরা মনে করেন মেয়েদের পড়াশোনা করাটা যেন একটা বিলাসিতা। প্রাচী পোদ্দারের পরিবার যেন তেমনই এক পরিবার। এক রক্ষণশীল মারিয়াড়ি পরিবারে বড় হয়েছেন প্রাচী। যেখানে মেয়েদের পড়াশোনা করা নিয়ে তেমন সিরিয়াস নন কেউই। ২০০১ সালে যখন আইআইএম বেঙ্গালুরুর মেধাতালিকায় তাঁর নাম ওঠে তখন তাঁর পরিবার খুশি হয়নি। বরং তাঁরা আরও সতর্ক হয়েছিল। তাঁকে স্পষ্ট শর্ত দেওয়া হয় পড়াশোনা শেষ করতে ফিরে এসে বিয়ে করতেই হবে। প্রাচী সেই শর্ত মেনে নিয়েছিলেন, কিন্তু স্বপ্ন ছাড়েননি।
ছোটবেলা থেকেই ফাইন্যান্সের বিভিন্ন বিষয়ের প্রতি টান ছিল তাঁর। অঙ্ক আর অ্যাকাউন্টসও ছিল তাঁর প্রিয় বিষয়। ম্যানেজমেন্ট পড়ে ফিরে তিনি বিয়ে করেন ঠিকই, কিন্তু নিজের স্বপ্নকে গোপনে লালন করেছিলেন তিনিই। GE Financial এবং HSBC-র মতো সংস্থায় ভারত ও আমেরিকার মতো দেশে কাজ করেন তিনি। একই সঙ্গে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও বিজনেস স্ট্রাকচারের গভীর অভিজ্ঞতাও অর্জন করেন।
পরিবারের প্রয়োজনে পরে তাঁকে ফিরতে হয় কলকাতায়। শ্বশুর-শাশুড়ির অসুস্থতার কারণে দায়িত্ব নিতে গিয়ে যুক্ত হন স্বামীর সিমেন্ট ট্রান্সপোর্টের ব্যবসায়। আর এখান থেকেই শুরু হয় তাঁর জীবনের নতুন অধ্যায়। শুধু সহযোগিতা নয়, প্রাচী ব্যবসায় নতুন দৃষ্টিভঙ্গি আনেন। সিমেন্টের বর্জ্য অর্থাৎ রিজেক্ট লাইমস্টোন ক্রাশ করে স্টোন চিপস তৈরির ভাবনাই বদলে দেয় ব্যবসার ভবিষ্যৎ। এই উদ্যোগ থেকেই গড়ে ওঠে জগন্নাথ স্টোনস।
আজ প্রাচী পোদ্দার সেই সংস্থার প্রফিট-লস, বিনিয়োগ থেকে শুরু করে স্ট্র্যাটেজি ও গ্রোথ প্ল্যান—সব কিছুর দায়িত্বে। তাঁর বিশ্বাস, আর্থিক সিদ্ধান্তে নারীর অংশগ্রহণ শুধু অধিকার নয়, দায়িত্বও। যাঁকে একদিন পড়াশোনার শর্তে বিয়ের পথে পাঠানো হয়েছিল, আজ তিনিই প্রমাণ—শিক্ষা থামানো যায়, সাহস নয়।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য একবারের KYC (Know Your Customer) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। এটি শুধুমাত্র নিবন্ধিত মিউচুয়াল ফান্ড সংস্থার সঙ্গেই করুন, যাদের তথ্য SEBI-র ওয়েবসাইটে পাওয়া যায়। কোনও অভিযোগ থাকলে বিনিয়োগকারীরা সরাসরি সংশ্লিষ্ট AMC-র সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা SCORES পোর্টাল (https://scores.gov.in)-এ অভিযোগ দাখিল করতে পারেন। যদি সমাধান সন্তোষজনক না হয়, তাহলে Smart ODR পোর্টাল (https://smartodr.in/login) ব্যবহার করা যেতে পারে।
HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ভারতের অন্যতম বৃহৎ মিউচুয়াল ফান্ড সংস্থা। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০০ সালে SEBI-র অনুমোদন পাওয়ার পর কার্যক্রম শুরু করে। সংস্থাটি ইক্যুইটি, ফিক্সড ইনকাম এবং অন্যান্য বিনিয়োগ বিকল্প পরিচালনা করে। দেশজুড়ে শাখা নেটওয়ার্কের পাশাপাশি ব্যাংক, স্বাধীন আর্থিক উপদেষ্টা এবং জাতীয় ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে তারা তাদের পরিষেবা প্রদান করে।