নয়া দিল্লি: চোখে হাজারো স্বপ্ন, শুধু পুজির অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না? আর চিন্তা নেই। সফল ব্যবসায়ী বা উদ্যোগপতি হওয়ার স্বপ্নপূরণ করতে এবার সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে এবার ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে ব্যাঙ্ক থেকে।
শুক্রবার সরকারের তরফে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে তরুণ প্লাস ক্যাটেগরির ঘোষণা করা হয়। অর্থ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, সরকারের এই উদ্যোগে যারা ব্যবসা শুরু বা বৃদ্ধি করতে চান, তাদের বিশেষ সাহায্য হবে।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে বাজেটের সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে মুদ্রা যোজনায় এবার থেকে ১০ লক্ষ টাকার বদলে সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তরুণ প্লাস ক্যাটেগরিতে যে উদ্যোগপতিরা আগে ঋণ নিয়েছেন এবং তা পরিশোধ করেছেন, তারাই ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা পাবেন।
এছাড়া মুদ্রা যোজনার অধীনে আরও তিন ক্যাটেগরিতে ঋণ পাওয়া যায়।
শিশু- সর্বাধিক ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।
কিশোর- ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।
তরুণ- ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।