Pratibha Sharma: সংসার থেকে বাঁচিয়েছিলেন ১৫ হাজার টাকা, তারপরই স্বপ্নের উড়ানে সওয়ার প্রতিভা!

Pratibha Sharma: প্রতিভা লক্ষ্য করেন, ব্যস্ত মহিলাদের সময়সূচি ও জীবনের বাস্তবতা বেশির ভাগ জিম বোঝে না। যাঁরা সংসার সামলান বা সদ্য মা হয়েছেন, তাঁদের জন্য নমনীয় সময় ও বিশেষ ট্রেনিং প্রয়োজন। এই ‘ফাঁকা জায়গা’-কেই সুযোগ হিসেবে দেখেন প্রতিভা। সিদ্ধান্ত নেন, এমন একটি ফিটনেস সেন্টার গড়বেন যা মহিলাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মানিয়ে চলবে।

Pratibha Sharma: সংসার থেকে বাঁচিয়েছিলেন ১৫ হাজার টাকা, তারপরই স্বপ্নের উড়ানে সওয়ার প্রতিভা!

Jan 19, 2026 | 3:25 PM

অনেক এমন মহিলা রয়েছেন আমাদের দেশে, যাঁরা সংসারের দায়িত্বের চাপে নিজের স্বপ্নকে পিছনের দিকে ঠেলে দেন। কিন্তু প্রতিভা সেই দিকে যাননি। একজন মা হিসাবে তিনি ফিটনেস ইন্ডাস্ট্রির একটা বিরাট ফাঁক লক্ষ্য করেন। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করায় প্রতিভা বুঝেছিলেন জিম ও ফিটনেস সেন্টারগুলি মূলত গৃহবধূ ও নতুন মায়েদের বাস্তব চাহিদাকে গুরুত্বই দেয় না। নির্দিষ্ট সময়ে জিমে যাওয়া তাঁদের পক্ষে সম্ভব হয় না। আবার তাঁদের শরীরের প্রয়োজনও আলাদা। এই উপলব্ধিই তাঁকে নিজের পথ তৈরিতে অনুপ্রাণিত করে।

ফিটনেস ইন্ডাস্ট্রির মনের কথা

প্রতিভা খেয়াল করেন, ব্যস্ত মহিলাদের সময়সূচি ও জীবনের বাস্তবতা বেশির ভাগ জিম বোঝে না। যাঁরা সংসার সামলান বা সদ্য মা হয়েছেন, তাঁদের জন্য নমনীয় সময় ও বিশেষ ট্রেনিং প্রয়োজন। এই ‘ফাঁকা জায়গা’-কেই সুযোগ হিসেবে দেখেন প্রতিভা। সিদ্ধান্ত নেন, এমন একটি ফিটনেস সেন্টার গড়বেন যা মহিলাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মানিয়ে চলবে।

ঋণ দেয়নি ব্যাঙ্ক, লড়াই জারি!

প্রতিভা যখন ব্যবসা শুরু করতে গিয়েছিলেন, তাঁকে ঋণ দেয়নি ব্যাঙ্ক। কারণ তাঁর কোনও অভিজ্ঞতা ছিল না। এ ছাড়াও তাঁর কাছে কোনও গ্যারেন্টারও ছিল না। তবে তিনি কিন্তু হাল ছাড়েননি। তাঁর মায়ের সঞ্চয়ের অভ্যাস ছিল। আর সেখান থেকেই অনুপ্রাণিত হন তিনি। সেই ভাবে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে মাসিক খরচ বাঁচাতে থাকেন তিনি। প্রায় ১৮ মাস ধরে প্রাথমিক পুঁজি তৈরি করেন তিনি। তাঁর এই কাজ ছিল একেবারে নীরবে। কিন্তু এর মধ্যেও ছিল একটা কঠোর শৃঙ্খলা।

ফিটনেস সেন্টারের যাত্রা

২০১৭ সালের ৯ জানুয়ারি Slimming and Fitness Center-এর শুরু করেন প্রতিভা শর্মা। তাঁর এই শুরু ছোট ছিল। কিন্তু তাঁর ভাবনা ছিল অনেক বড়। সাত বছরে এই সেন্টার হাজারের বেশি মহিলাকে পরিষেবা দিয়েছে। তাঁদের মধ্যে ৮০ শতাংশই ছিলেন গৃহবধূ ও নতুন মায়েরা। যাঁদের এতদিন ফিটনেস ইন্ডাস্ট্রি উপেক্ষা করেছিল।

আত্মনির্ভরতার বার্তা

প্রতিভার এই সাফল্যের গল্প শেখায় অর্থনৈতিক স্বাধীনতা শুরু হয় পরিকল্পনা ও আত্মবিশ্বাস দিয়েই। সব সময় বাইরের সাহায্য প্রয়োজন হয় না। নিয়মিত সঞ্চয় আর নিজের উপর ভরসাই বড় পরিবর্তনের চাবিকাঠি। প্রতিভার উদ্যোগ প্রমাণ করে, নারীরা যখন নিজের উপর বিনিয়োগ করেন, তখন শুধু নিজের জীবন নয়—সমাজকেও শক্ত ভিতের উপর দাঁড় করান।

বিনিয়োগকারী শিক্ষা ও সচেতনতা উদ্যোগ

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য একবারের KYC (Know Your Customer) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। এটি শুধুমাত্র নিবন্ধিত মিউচুয়াল ফান্ড সংস্থার সঙ্গেই করুন, যাদের তথ্য SEBI-র ওয়েবসাইটে পাওয়া যায়। কোনও অভিযোগ থাকলে বিনিয়োগকারীরা সরাসরি সংশ্লিষ্ট AMC-র সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা SCORES পোর্টাল (https://scores.gov.in)-এ অভিযোগ দাখিল করতে পারেন। যদি সমাধান সন্তোষজনক না হয়, তাহলে Smart ODR পোর্টাল (https://smartodr.in/login) ব্যবহার করা যেতে পারে।

HDFC AMC সম্পর্কে

HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ভারতের অন্যতম বৃহৎ মিউচুয়াল ফান্ড সংস্থা। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০০ সালে SEBI-র অনুমোদন পাওয়ার পর কার্যক্রম শুরু করে। সংস্থাটি ইক্যুইটি, ফিক্সড ইনকাম এবং অন্যান্য বিনিয়োগ বিকল্প পরিচালনা করে। দেশজুড়ে শাখা নেটওয়ার্কের পাশাপাশি ব্যাংক, স্বাধীন আর্থিক উপদেষ্টা এবং জাতীয় ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে তারা তাদের পরিষেবা প্রদান করে।