প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা (Pradhan Mantri Matru Vandana Yojana) ২.০ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এই যোজনার মূল উদ্দেশ্য হল, অন্তঃসত্ত্বা এবং যাঁরা শিশুদের স্তন দুগ্ধ খাওয়ান, সেইসব মহিলাদের স্বাস্থ্যের উন্নতি। এই যোজনার মাধ্যমে তাঁদের আর্থিক সাহায্য দিয়ে অপুষ্টির হাত থেকে বাঁচানোও হবে। পাশাপাশি চিকিৎসাগত দিক সহ ওষুধপত্রের খরচও কমবে এই যোজনার হাত ধরে। কেন্দ্রীয় সরকারের তরফে এই যোজনা নিয়ে আসা হয়েছে। এই যোজনার অধীনে অন্তঃসত্ত্বা ও সদ্য সন্তানের জন্ম দেওয়া মায়েরা প্রতি বছর নিজেদের অ্য়াকাউন্টে ৫ হাজার টাকা করে পাবেন।
প্রতি বছর এই ৫ হাজার টাকা তিনটি কিস্তিতে সরাসরি মহিলাদের অ্য়াকাউন্টে দেওয়া হবে। এই স্কিমে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গেই মহিলারা ১ হাজার টাকা পাবেন। দ্বিতীয় কিস্তিতে ২ হাজার টাকা দেওয়া হবে। সন্তান প্রসবের আগে ষষ্ঠ মাসে চেক আপের সময় এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তারপর সন্তানের জন্মের রেজিস্ট্রেশনের সময় তৃতীয় কিস্তির ২ হাজার টাকা দেওয়া হবে।
কোন মহিলারা এই যোজনার সুবিধা পাবেন?
দৈনিক মজুরি স্কেলে কর্মরত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া যেসব মহিলার অর্থনৈতিক অবস্থা দুর্বল তাঁরাও এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। গর্ভাবস্থায় থাকাকালীন দিন মজুরের কাজ করতে নাও পারেন অনেক গর্ভবতী মহিলারা। এর জন্য পারিশ্রমিক পাবেন না তাঁরা। পারিশ্রমিকের অভাবে তাঁদের দৈনন্দিন জীবনে যাতে কোনও প্রভাব না পড়ে তা নিশ্চিত করাই এই যোজনার মূল উদ্দেশ্য। এই যোজনায় আবেদনের সময় আয়ের শংসাপত্র দিতে হবে আবেদনকারীকে। সেই দেখে ওই মহিলার আর্থিক অবস্থা যাচাই করা হবে। কেন্দ্রীয় সরকারি ও রাজ্যে সরকারি কর্মচারীরা এই স্কিমের সুবিধা পাবেন না।