Government Insurance : প্রিমিয়াম বাড়ল এই দুই বিমার, এবার থেকে দিতে হবে আরও বেশি টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 01, 2022 | 7:10 PM

Government Insurance : আজ থেকেই প্রিমিয়াম বাড়ল কেন্দ্রীয় সরকারের দুই বিমা প্রকল্পের। PMJJBY এর প্রিমিয়াম বাড়িয়ে ৩৩০ থেকে ৪৩৬ করা হয়েছে। PMSBY এর বর্তমান প্রিমিয়াম ১২ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা।

Government Insurance : প্রিমিয়াম বাড়ল এই দুই বিমার, এবার থেকে দিতে হবে আরও বেশি টাকা
ফাইল চিত্র

Follow Us

জুন মাস থেকেই ব্যাঙ্কিং ও ব্যবসার বিভিন্ন বদল কার্যকর হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীন কিছু বিমাও রয়েছে। ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ (PMJJBY) ও ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’ (PMSBY) এর প্রিমিয়ামের রেট বাড়াল কেন্দ্র। আজ থেকেই কার্যকর হয়েছে এই নতুন রেট। PMJJBY এর প্রিমিয়াম বাড়িয়ে ৩৩০ থেকে ৪৩৬ করা হয়েছে। PMSBY এর বর্তমান প্রিমিয়াম ১২ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা। এই প্রকল্পগুলি চালু করার পর ৭ বছরের এই প্রথম প্রিমিয়াম বাড়ানো হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’

কেন্দ্রে ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই ভারতীয় জনতা পার্টির সরকার একাধিক জনহিতকর প্রকল্প নিয়ে এসেছে দেশবাসীর জন্য। যা থেকে লাভবান হবেন দেশের বেশিরাভাগ গরিবরা। এইসব প্রকল্পের মধ্যেই একটি হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। ২০১৫ সালে এই প্রকল্প শুরু হয়। এটি একটি এক বছরের বিমা প্রকল্প। এক পর পর তা রিনিউ করা যায়। এটি একটি মৃত্যুকালীন বিমা কভারেজ। অর্থাৎ বিনিয়োগকারীর মৃত্য়ু হলে এই প্রকল্পের সুবিধা পাবেন নমিনি।

‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’

এটি একটি ব্যক্তিগত দুর্ঘটনাজনিত বিমা। দুর্ঘটনায় মৃত্যু হলে বা আহত হলে এই বিমা সাহায্য় করে। এক বছরের জন্য এই বিমা কভারেজ দেয়। ১ জুন থেকে শুরু করে ৩১ শে মে অবধি। মোট ২ লাখ টাকা পেতে পারেন এই প্রকল্পের সুবিধাভোগীরা। কোভিড অতিমারিতে এই প্রকল্পের আওতায় অনেক সুবিধা পেয়েছেন বলে জানা গিয়েছে।

PIB-র প্রেস বিবৃতি অনুযায়ী, ‘২০২২ সালের ৩১ মার্চ অবধি ৬.৪ কোটি ও ২২ কোটি সক্রিয় সদস্য PMJJBY ও PMSBY প্রকল্পে নথিভুক্ত হয়েছেন।’

Next Article