Gold Price Today : একদিনেই মোহ ঘুচল সোনা ক্রেতাদের, ফের ঊর্ধ্বমুখী সোনার দাম! বড় ফারাক রুপোর দামেও
Gold Price Today : ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকালে কিছুটা দাম কমেছিল সোনা-রুপোর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা।
কলকাতা : সোনার দামে স্বস্তি বজায় থাকল না। গতকাল দাম কমার পর শুক্রবার ফের দাম বাড়ল সোনার। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বাড়ল ১০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বাড়ল ১১০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে দাম বেড়েছে রুপোরও। এদিন এক কেজি রুপোর দাম বেড়েছে ৬৫০ টাকা।
এমসিএক্স সূচকে এদিন বেলা ৩ টে অনুযায়ী সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৭৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৭৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৭,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২০৯ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৬৭২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,০৯০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২০,৯০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬২,১৫০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সপ্তাহ শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। এক মাস ধরে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবারে দাম কমেছিল সোনার। কিন্তু দিন ফুরোতে না ফুরোতেই শুক্রবারে ফের দাম বাড়ল সোনা-রুপোর। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৭,৬৫০ টাকা। এদিন তা বাড়ল ১০০ টাকা। গতকাল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫১,৯৮০ টাকা। এদিন তা বেড়ে হয়েছে ৫২,০৯০ টাকা। এদিন এক লাফে অনেকটা দাম বাড়ল রুপোর। এক কেজি রুপোর দাম ৬৫০ টাকা বেড়ে হয়েছে ৬২,১৫০ টাকা।
বিশ্ব বাজারেও দাম বাড়ল সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৫৫.২৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
গতকালের পর শুক্রবারও শেয়ার বাজারে দাম বাড়ল টাইটান কোম্পানি ও পিসি জুয়েলারের শেয়ারের। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,১৫২.০০ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের এদিন দাম বেড়ে হল ২০.৪৫ টাকা। তবে দাম পড়ল কল্যাণ জুয়েলারের শেয়ারের। তবে0 কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম নিম্নমুখী। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ৫৮.৪৫ টাকা।