কলকাতা: বাড়তি আয়ের খোঁজে বর্তমানে অনেকেই শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পথে ঝুঁকছেন। কিন্তু, পোস্ট অফিসেও রয়েছে এমন কিছু স্কিম যেখানে অল্প সময়ে বড় রিটার্ন পাওয়া সম্ভব। রয়েছে টাইম ডিপোজিট স্কিম। যেখানে ৫ বছরে মিলতে পারে ১৪৫ শতাংশ পর্যন্ত রিটার্ন। প্রসঙ্গত, চলতি বছরের ১ এপ্রিল থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বদলে গিয়েছে। পিপিএফ ছাড়া প্রায় সমস্ত সঞ্চয় প্রকল্পে সুদের হার ১০ থেকে ৭০ বেসিস পয়েন্ট বেড়ে গিয়েছে।
শুধুমাত্র পোস্ট অফিসের ক্ষেত্রে ৫ বছরের মেয়াদে আমানতের সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বার্ষিক সাত থেকে সাড়ে সাত শতাংশ পর্যন্ত বেড়েছে বার্ষিক সুদের হার। তাতেই মুখে আসি পোস্ট অফিসের মতো ক্ষেত্রগুলিতে বিনিয়োগকারীদের। হিসাব বলছে ২০২৩ এর নয়া নিয়ম মোতাবেক কেউ যদি পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ১০ লক্ষ টাকা জমা করেন তাহলে ম্যাচিউরিটির সময় তিনি পাচ্ছেন বড় অঙ্ক। যা ১৪ লক্ষ ৪৯ হাজার ৯৪৮ টাকা। অর্থাৎ প্রায় সাড়ে ৪ লক্ষেরও বেশি টাকা তিনি ৫ বছরে সুদ বাবদ পেয়ে যাচ্ছেন।
টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ যে শুধু মাত্র ৫ বছরের মেয়াদে করা যায় এমনটা নয়। যে কেউই সেখানে চাইলে ১ বছর, ২ বছর বা ৩ বছরের মেয়াদে বিনিয়োগ করতে পারেন। মেয়াদ শেষের পরেও কেউ চাইলে তা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। চাইলে খোলা যেতে পারে জয়েন্ট অ্যাকাউন্টও। নূন্যতম ১ হাজার টাকা বিনিয়োগ করলেই খোলা যেতে পারে অ্যাকাউন্ট।