SBI, Indian PSU Banks: ১৪ বছরে প্রথমবার! ICICI, HDFC-দের ছিটকে দিল SBI-রা
SBI, Indian PSU Banks: রিপোর্টে তুলে ধরা তথ্য অনুযায়ী, ৪ শতাংশের বিভেদে বেসরকারি ব্যাঙ্কগুলিকে পিছনে ফেলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। শেষ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঋণ প্রদান বেড়েছে ১৩ .১ শতাংশ।

নয়াদিল্লি: ১৪ বছরে এই প্রথম। শেষবার হয়েছিল ২০১১ সালে। তারপর ২০২৫ সাল। বেসরকারি ব্যাঙ্কগুলি গোল দিল SBI-র মতো দেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। ছিটকে গেল HDFC, ICICI-এর মতো দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্কেরা।
কিন্তু কোন ক্ষেত্রে গোল খেল তারা?
সবে শেষ হয়েছে ২০২৫ অর্থবর্ষ। আর সেই শেষ অর্থবর্ষ কোন ব্যাঙ্ক কেমন পারদর্শীতা দেখাল, তা নিয়ে প্রকাশ হয়েছে রিপোর্ট। তাতেই ধরা পড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির নতুন রেকর্ড। ঋণ প্রদানের ক্ষেত্রে বেসরকারি ব্য়াঙ্কগুলিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে SBI-রা।
রিপোর্টে তুলে ধরা তথ্য অনুযায়ী, ৪ শতাংশের বিভেদে বেসরকারি ব্যাঙ্কগুলিকে পিছনে ফেলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। শেষ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঋণ প্রদান বেড়েছে ১৩ .১ শতাংশ। অন্যদিকে, বেসরকারি ব্যাঙ্কগুলির মোট ঋণ প্রদান বেড়েছে ৯ শতাংশ।
শুধু ঋণ প্রদানে বৃদ্ধি নয়। ঋণ দিয়ে ঝুঁকির দিক থেকেও বাজিমাত করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। যেমন ICICI Bank প্রাইস-টু-বুক রেশিও দাঁড়িয়েছে ৩.৫। অন্যদিকে SBI-র প্রাইস-টু-বুক রেশিও দাঁড়িয়েছে ১.৫। এই অনুপাত যত কম, ততই ভাল। এই অনুপাত আসলে তুলে ধরে একটি ব্যাঙ্ক কতটা কম ঝুঁকি নিয়ে ঋণ প্রদান করছে। এই প্রসঙ্গে ICICI ব্য়াঙ্কের CFO অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ইকনমিক টাইমসকে বলেছেন, ‘এই প্রতিদ্বন্দ্বীতা জীবনেরই একটা অংশ। ব্যাঙ্কিং সেক্টর যতই এগোবে, আমাদের ততই এই রকম প্রতিদ্বন্দ্বীতার সম্মুখীন হতে হবে এবং এই ভাবেই নিজেদের উন্নতিকে সুনিশ্চিত করতে হবে।’





