
রেপো রেট কমায় কমেছে হোম লোনের সুদের হার। আর এবার গ্রাহকদের জন্য এক বিশেষ সুবিধা নিয়ে এল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। নতুন এই সুবিধার অধীনে যে কোনও ব্যক্তি হোম লোনের পাশাপাশি গাড়ির লোন ও পার্সোনাল লোনে এই সুবিধা পাবেন। গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এই সুবিধাগুলো।
মনসুন বোনাঞ্জা ২০২৫-এর অধীনে ৫০ লক্ষ টাকার বেশি হোম লোন নেওয়া হলে প্রসেসিং ফি, ডকুমেন্টেশন চার্জ নেবে না ব্যাঙ্ক। এ ছাড়াও এনইসি, লিগ্যাল ও ভ্যালুয়েশন চার্জও বহন করবে ব্যাঙ্ক। আর মনে করা হচ্ছে এর ফলে গ্রাহকদের জন্য লোন নেওয়া অনেক সহজ হয়ে উঠবে।
এ ছাড়াও যে সব পার্সোনাল লোন বা গাড়ির লোন রয়েছে মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বা MCLR-এর অধীনে, সেই সব লোনের সুদের হার কমেছে ৫ বেসিস পয়েন্ট। অর্থাৎ সুদ কমেছে ০.০৫ শতাংশ। যদিও সমস্ত পার্সোনাল লোন বা গাড়ির লোনের ক্ষেত্রে এমন সুবিধা পাওয়া যাবে কি না, তা খোঁজ নিতে হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে।