
ইউপিআই হল ভারতের ডিজিটাল পেমেন্টের মেরুদণ্ড দ্বরূপ। আর এবার সেই ডিজিটাল পেমেন্ট সিস্টেমে এল এক নয়া দিগন্ত। কাতার পৌঁছে গেল ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। অষ্টম দেশ হিসাবে সেখানে চালু হল ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ের আন্তর্জাতিক শাখা এনপিসিআই ইন্টারন্যাশনাও পেমেন্ট লিমিটেড বা NIPL ও কাতার ন্যাশনাল ব্যাঙ্ক বা QNB-এর চুক্তির ফলে এই সুবিধা চালু হল সে দেশে।
কাতারে ইউপিআই চালু হওয়ার লাভ হবে কাতারে কাতারে ভারতীয় পর্যটকদের। কারণ কাতারে বিদেশি পর্যটকদের তালিকায় ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।
কাতারের বিভিন্ন দোকান, শপিং মল এবং পর্যটন কেন্দ্রে এখন থেকে QR কোড স্ক্যান করে সহজেই ইউপিআই পেমেন্ট করা যাবে। আপনাকে আর বিদেশি মুদ্রা বা নগদ টাকা নিয়ে ঘোরার চিন্তা করতে হবে না। QNB-এর পয়েন্ট অব সেল টার্মিনালগুলিতে এই সুবিধা পাওয়া যাবে।
এনসিপিআই ইন্টারন্যাশনালের সিইও রিতেশ শুক্লা জানান, “আমাদের লক্ষ্য UPI-কে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া এবং ব্যবহারকারীদের জন্য লেনদেন আরও সহজ করা।”
ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি ও সিঙ্গাপুরের পর ইউপিআই নেটওয়ার্কে কাতার যুক্ত হওয়ায় ভারতের ডিজিটাল পরিকাঠামো আরও শক্তিশালী হল। আর এর ফলে, আগামী দিনে ইউপিআইয়ের বিশ্বজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।