Railways: ১ মিনিটে বুক হল ৩১,৮১৪ টিকিট, সব রেকর্ড ভাঙল রেল

Railways: রেলমন্ত্রক বলছে, নতুন প্লাটফর্ম যে কতটা কার্যকর, তা প্রমাণ হয়েছে গত ২২ মে। টিকিট বুকিং-এর সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে সেদিন।

Railways: ১ মিনিটে বুক হল ৩১,৮১৪ টিকিট, সব রেকর্ড ভাঙল রেল

Jun 04, 2025 | 11:40 PM

নয়া দিল্লি: বর্তমানে বহু রেলযাত্রীই দূরপাল্লার রেলযাত্রার জন্য অনলাইনে টিকিট কাটেন। আর সেই ব্যবস্থায় এবার আরও বেশি স্বচ্ছতা আনতে উদ্যোগী হল ভারতীয় রেল। লাগানো হল অ্যান্টি-বট সিস্টেম, কার্যকর করা হল কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আর এই প্রসঙ্গেই রেল জানাল, গত ২২ মে এক মিনিটে ঠিক কত টিকিট কাটা হয়েছিল।

কোনও ভুয়ো টিকিট যাতে কাটা না হয়, প্রকৃত যাত্রীরা যাতে টিকিট পেতে পারেন সেই কারণেই অ্যান্টি-বট সিস্টেম লাগানো হচ্ছে। রেল সূত্রের খবর, সেই ব্যবস্থা চালু হওয়ার পরই গত ২২ মে মাত্র এক মিনিটে ৩১,৮১৪টি রেল টিকিট কাটা হয়েছিল।

নতুন ব্যবস্থায় প্রায় আড়াই কোটি সন্দেহজনক আইডি ডিঅ্যাকটিভেট করা হয়েছে। রেলমন্ত্রক বলছে, নতুন প্লাটফর্ম যে কতটা কার্যকর, তা প্রমাণ হয়েছে গত ২২ মে। টিকিট বুকিং-এর সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে সেদিন।

নতুন ব্যবস্থায় বলা হয়েছে, আধার দিয়ে যেসব যাত্রীর রেজিস্ট্রেশন করা আছে, তারা তৎকাল বা প্রিমিয়াম তৎকাল কাটতে পারবে যে কোনও সময়। কিন্তু, আধার না দেওয়া থাকলে সেই যাত্রী তৎকাল টিকিট কাটতে পারবে রেজিস্ট্রেশনের তিন দিন পর।

আরও জানা গিয়েছে যে, নতুন এই ব্যবস্থায় যাত্রীদের লগ ইনের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। ২০২৩-২৪ অর্থবর্ষে যে সংখ্যা ছিল ৬৯.০৮ লক্ষ, ২০২৪-২৫-এ সেই সংখ্যা বেড়ে হয়েছে ৮২.৫৭ লক্ষ।