
নয়াদিল্লি: রেলকর্মীদের আর কোনও চিন্তাই রইল না। প্রতি কর্মী ও তার পরিবার পিছু এক কোটি টাকার ব্য়বস্থা করে দিল ভারতীয় রেল। যে কাজে তাদের সহযোগী হয়ে উঠল স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়া। নয়াদিল্লি সূত্রে খবর, সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতেই দেশের এই অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে একটি MoU বা সমঝোতা পত্র স্বাক্ষর করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রক।
কী সুবিধা পাবেন রেলকর্মীরা?
জানা গিয়েছে, এই সমঝোতা পত্র অনুযায়ী, যে সকল রেলকর্মীদের SBI-তে স্যালারি অ্য়াকাউন্ট রয়েছে, তারা দুর্ঘটনা বিমা বাবদ এক কোটি টাকা পর্যন্ত পাবেন। শুধুই দুর্ঘটনা বিমাই নয়, এই এক কোটি টাকার মধ্য়ে থাকছে আরও বেশ কয়েকটি সুবিধাও।
কেন্দ্রীয় মন্ত্রক প্রদত্ত তথ্য অনুযায়ী, বর্তমানে রেলের ৭ লক্ষ কর্মীর স্য়ালারি অ্য়াকাউন্ট SBI-তেই রয়েছে। যাদের জন্য কোনও রকম প্রিমিয়াম ছাড়াই জীবনবিমা বাবদ ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ ওই কর্মীদের কর্মরত অবস্থায় মৃত্যু ঘটলে তাঁদের পরিবারকে SBI ও রেলে তরফ থেকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। এবার সেই জীবনবিমার সঙ্গে জুড়ে গেল ১ কোটি টাকার দুর্ঘটনা বিমাও।
IR in collaboration with State Bank of India (SBI), executes an MoU for Railway Salary Package (RSP), extending multiple benefits like ₹1 crore accidental death cover & more, reaffirming its commitment to Railway Employees’ safety & security. pic.twitter.com/lydhq3F9pY
— Ministry of Railways (@RailMinIndia) September 1, 2025
রেলমন্ত্রক সূত্রে খবর, সদ্য স্বাক্ষরিত MoU অনুযায়ী, যদি কোনও রেলকর্মীর বিমান দুর্ঘটনায় মৃত্য়ু হয় তা হলে তাঁর পরিবারকে মোট ১ কোটি ৬০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে। অন্য কোনও দুর্ঘটনার কারণে মৃত্য়ু হলে দেওয়া হবে ১ কোটি টাকা। দুর্ঘটনার কারণে শারীরিক ভাবে অক্ষম হয়ে গেলে ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে।
রেলমন্ত্রক আরও জানিয়েছে, এই দুর্ঘটনা বিমার কথা গ্রুপ সি কর্মীদের কথা মাথায় রেখেই করা হয়েছে। অর্থাৎ ট্রেনের চালক, গার্ড, পয়েন্টারের মতো একাধিক পদ। যারা সরাসরি ময়দানে নেমে কাজ করে। যাদের দুর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে সবচেয়ে বেশি। তাই তাদের কথা মাথায় রেখেই বড় উদ্য়োগ।