
নয়া দিল্লি: যাত্রীদের বিস্তর অভিযোগ ছিল তৎকাল টিকিট নিয়ে। কখনও সার্ভারের সমস্যা, কখনও আবার টিকিট অমিল। ভুরু ভুরি অভিযোগ পেতেই বড় পদক্ষেপ করেছে ভারতীয় রেলওয়ে। বদলে দেওয়া হয়েছে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম। আধার নম্বর ভেরিফিকেশন ছাড়া কোনওভাবেই কাটা যাবে না টিকিট।
আগামী ১ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম বদলে যাচ্ছে। এবার থেকে আধার ই-অথেন্টিকেশন করে তবেই টিকিট বুক করতে হবে। টিকিটে জালিয়াতি রুখতে, বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ জুলাই থেকে যেমন আধার ই-অথেন্টিকেশন শুরু হবে, এরপরে ১৫ জুলাই থেকে ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়াএ শুরু হবে। অর্থাৎ আধার নম্বর ভেরিফাই করলে, রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি বসালে তবেই টিকিট বুক হবে।
ওটিপি ভেরিফিকেশন-
১৫ জুলাই থেকে বুকিংয়ে আরও একটি ধাপ যোগ হবে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করুন।