Tatkal Booking: ১ জুলাই থেকে বদলে যাচ্ছে তৎকাল বুকিংয়ের নিয়ম, কীভাবে টিকিট কাটবেন, শিখে নিন

Indian Railways: ১ জুলাই থেকে যেমন আধার ই-অথেন্টিকেশন শুরু হবে, এরপরে ১৫ জুলাই থেকে ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়াএ শুরু হবে। অর্থাৎ আধার নম্বর ভেরিফাই করলে, রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে।

Tatkal Booking: ১ জুলাই থেকে বদলে যাচ্ছে তৎকাল বুকিংয়ের নিয়ম, কীভাবে টিকিট কাটবেন, শিখে নিন
তৎকাল বুকিংয়ে নতুন নিয়ম।Image Credit source: TV9 বাংলা

|

Jun 16, 2025 | 9:43 AM

নয়া দিল্লি: যাত্রীদের বিস্তর অভিযোগ ছিল তৎকাল টিকিট নিয়ে। কখনও সার্ভারের সমস্যা, কখনও আবার টিকিট অমিল। ভুরু ভুরি অভিযোগ পেতেই বড় পদক্ষেপ করেছে ভারতীয় রেলওয়ে। বদলে দেওয়া হয়েছে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম। আধার নম্বর ভেরিফিকেশন ছাড়া কোনওভাবেই কাটা যাবে না টিকিট।

আগামী ১ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম বদলে যাচ্ছে। এবার থেকে আধার ই-অথেন্টিকেশন করে তবেই টিকিট বুক করতে হবে। টিকিটে জালিয়াতি রুখতে, বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ জুলাই থেকে যেমন আধার ই-অথেন্টিকেশন শুরু হবে, এরপরে ১৫ জুলাই থেকে ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়াএ শুরু হবে। অর্থাৎ আধার নম্বর ভেরিফাই করলে, রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি বসালে তবেই টিকিট বুক হবে।

কীভাবে নতুন পদ্ধতিতে টিকিট বুক করবেন?

  • প্রথমে আইআরসিটিসি-র ওয়েবসাইট www.irctc.co.in – এ গিয়ে লগ ইন করতে হবে।
  • এরপর আধার নম্বর লিঙ্ক করতে হবে।
  • অথেনটিকেশন বা যাচাই প্রক্রিয়া হয়ে গেলে ‘বুক টিকিট’ অপশনে ক্লিক করতে হবে।
  • বুকিং টাইপে ‘তৎকাল’ অপশনে ক্লিক করুন।
  • এবার কোথা থেকে কোথায় যেতে চান, কোন ক্লাসে যেতে যান এই তথ্যগুলি দিন।
  • শেষ ধাপে নাম, বয়স, যোগাযোগের নম্বর ও পরিচয়পত্র সাবমিট করার পর কোন সিট চান, তা বাছাই করুন।
  • ভাড়া দেখে তারপর বুক করুন।

ওটিপি ভেরিফিকেশন-

১৫ জুলাই থেকে বুকিংয়ে আরও একটি ধাপ যোগ হবে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করুন।