
আগামী মাসের ১৯ তারিখ দেশ জুড়ে পালিত হবে রাখি বন্ধন উৎসব। এই দিন সাধারণত বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়। ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এই রাখি পরায় বোনেরা। পরিবির্তে ভাইয়েরা বোনেদের উপহার দেয়। এই রাখিতে নিজের বোনকে এমন কিছু উপহারের কথা আপনি ভাবতে পারেন, যা আগে কেউ কখনও ভাবেনি। ফুল, চকোলেট বা সোনার গয়না তো অনেকেই দেয়। কিন্তু এমন কিছু আপনি দিতে পারেন, যা আপনার বোনের ভবিষ্যতে কাজে লাগবে।
আপনার বোনের কোনও স্বাস্থ্য বিমা বা মেডিক্লেম না থাকলে তাকে একটি মেডিক্লেম উপহার দিতে পারেন। অর্থাৎ, বোনের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দেওয়া, একটা দারুণ উপহার হতে পারে।
বোনের নামে ব্যাঙ্কে একটি ফিক্সড ডিপোজিট বা এফডি করে দিতে পারেন। এতে আপনার বোনের ভবিষ্যৎ সুরক্ষিত হবে।
উপহার দেওয়ার ক্ষেত্রে ডিজিটাল সোনা একটা দারুণ উপায় হতে পারে। এই সোনা চুরি যাওয়ার কোনও জায়গা নেই।
রাখিতে বোনকে কোনও ভাল ব্লুচিপ শেয়ারও উপহার হিসাবে দেওয়া যেতে পারে। এর জন্য বোনের নামে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর সেই অ্যাকাউন্ট থেকে শেয়ার কিনতে হবে।
এই রাখিতে বোনের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। তার জন্য তার অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনে দিতে পারেন।