Ratan Tata: এক সময় বিক্রি করে দিতে চেয়েছিলেন রতন টাটা, সেই সংস্থাই আজ শেয়ার মার্কেটের বিগ বুল

Ratan Tata: শেয়ার বাজারে আলোড়ন সৃষ্টির পাশাপাশি দেশের বৃহত্তম অটো কোম্পানি মারুতি সুজুকি ইন্ডিয়াকেও পিছনে ফেলে দিয়েছে টাটা মোটরস। সূত্রের খবর, টাটা মোটরস এবং টাটা মোটরস ডিভিআর-এর মোট মার্কেট ক্যাপিট্যাল ৩.২৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

Ratan Tata: এক সময় বিক্রি করে দিতে চেয়েছিলেন রতন টাটা, সেই সংস্থাই আজ শেয়ার মার্কেটের বিগ বুল
রতন টাটা Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 30, 2024 | 10:24 PM

কলকাতা: শিল্পপতি রতন টাটার জীবনে একটি সময় এসেছিল যখন তিনি তার স্বপ্নের একটি কোম্পানি বিক্রির কথা ভেবেছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত তিনি নেননি। উল্টে সেই সংস্থায় আরও বিনিয়োগ করেছিলেন। বর্তমানে সেই সংস্থাই টাটা গ্রুপের ভাগ্য চাকা ঘুরিয়ে দিয়েছে। মঙ্গলবার, শেয়ার বাজারের লম্বা দৌড়ে ‘বিগ বুল’ হয়ে উঠল এই সংস্থাই। দিল বুল রান। কথা হচ্ছে টাটা গ্রুপের ‘টাটা মোটরস’-কে নিয়ে। টাটা মোটরসের স্টকের হাত ধরেই বিনিয়োগকারীদের ঘরে ঢুকল বড় লাভ।

এদিনই টাটা মোটরসের শেয়ারের দাম ৮৮৬ টাকার গণ্ডি পেরিয়ে যায়। যা গত ৫২ সপ্তাহে সর্বোচ্চ। তবে কেনাকাটা শেষে বিকালে দাম দাঁড়ায় ৮৬৪ টাকার ঘরে। এদিকে এই একই কোম্পানি যখন রতন টাটা ফোর্ডের কাছে বিক্রি করতে চেয়েছিলেন যখন ‘টাটা ইন্ডিকা’-এর মতো গাড়ি খুব একটা ভাল পারফর্ম করছিল না। এমনকি এই কোম্পানি যখন ‘ন্যানো’ লঞ্চ করেছিল, তখনও অনেক সমস্যায় পড়তে হয়েছিল। 

মারুতিকেও ছাড়িয়ে এক নম্বর  

অন্যদিকে শেয়ার বাজারে আলোড়ন সৃষ্টির পাশাপাশি দেশের বৃহত্তম অটো কোম্পানি মারুতি সুজুকি ইন্ডিয়াকেও পিছনে ফেলে দিয়েছে টাটা মোটরস। সূত্রের খবর, টাটা মোটরস এবং টাটা মোটরস ডিভিআর-এর মোট মার্কেট ক্যাপিট্যাল ৩.২৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। যেখানে মারুতি সুজুকি ইন্ডিয়ার এমক্যাপ ৩.১৫ লক্ষ কোটি টাকা। একা টাটা মোটরসের এমক্যাপ দাঁড়িয়েছে ২.৯৪ লক্ষ কোটি টাকা। আমরা যদি টাটা মোটরসের শেয়ার দেখি, তা গত ২ দিনে ৯ শতাংশ বেড়েছে। এদিকে আসন্ন বাজেটে বৈদ্যুতিক গাড়ি নিয়েও সরকার কিছু বড় ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এমতাবস্থায় আগামী দিনে এর শেয়ারের দাম আরও বাড়বে, যা বাজারে নতুন রেকর্ড গড়তে পারে।