Cheap Flight Ticket: ট্রেনের টিকিটের দামেই এবার বিমান সফর, এই সুযোগ হাতছাড়া করবেন না কিছুতেই

Air Asia: এয়ার এশিয়া ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সেলে টিকিট কাটা যাবে। এছাড়া এয়ার এশিয়া ইন্ডিয়ার আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমেও এই সেলে টিকিট কাটা যাবে।

Cheap Flight Ticket: ট্রেনের টিকিটের দামেই এবার বিমান সফর, এই সুযোগ হাতছাড়া করবেন না কিছুতেই
ফাইল চিত্র।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 23, 2023 | 7:34 AM

নয়া দিল্লি: এই মাসেই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ট্রেনের টিকিটের ভাড়াতেই এবার আপনি চড়তে পারবেন বিমান। এমনই সুযোগ দিচ্ছে দেশের অন্যতম বড় উড়ান সংস্থা। রতন টাটার (Ratan Tata) এয়ারলাইন সংস্থা এয়ার এশিয়া ইন্ডিয়ার (Air Asia India) তরফে দেওয়া হচ্ছে এই সুযোগ। গ্রীষ্মকালের শুরুতেই যাত্রীদের আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দিতেই শুরু করা হচ্ছে এয়ার এশিয়ার সামার সেল। এই মুম্বই থেকে চেন্নাই বা অন্যান্য রুটে বিমানের টিকিটের উপরে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। বিমানের ন্যূনতম টিকিট শুরু হচ্ছে ১৪০০ টাকা থেকে। কীভাবে এত সস্তায় বিমানের টিকিট কিনতে পারবেন, তা জেনে নিন।

যদি মার্চ মাসের শুরুতে আপনার ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে এই অফার আপনার জন্য আদর্শ। মাত্র ১৪০০ টাকা থেকে শুরু হচ্ছে এয়ার এশিয়ার টিকিটের দাম। আগামী ২৪ ফেব্রুয়ারি অবধি এই অফার পাওয়া যাবে। আগামী ১২ মার্চ থেকে এই টিকিটের বুকিং শুরু হচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর অবধি এই অফারে টিকিট কাটা যাবে।

কীভাবে টিকিট কাটবেন?

এয়ার এশিয়া ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সেলে টিকিট কাটা যাবে। এছাড়া এয়ার এশিয়া ইন্ডিয়ার আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমেও এই সেলে টিকিট কাটা যাবে। অন্য কোনও মাধ্যম থেকে টিকিট কাটলেও পাওয়া যাবে টিকিটের দামে ছাড়। যদি আপনি টাটা নিউ(Tata Neu)-র সদস্য হন, তবে অতিরিক্ত ৮ শতাংশ নিউ কয়েন রিওয়ার্ড পাবেন যদি সরাসরি ওয়েবসাইট বা টাটা নিউ থেকে টিকিট বুকিং করেন।

উল্লেখ্য, এয়ার এশিয়া কোচি, শ্রীনগর থেকে গোয়া, এমন বিভিন্ন বড় বড় পর্যটন শহরে সরাসরি বিমান পরিচালন করে। এছাড়া গুয়াহাটি ও ইম্ফল থেকেও এয়ার এশিয়ার বিমান চলে। মোট ৫০টি সরাসরি ফ্লাইট এবং ১৯টি শহরের মধ্যে মোট ১০০টি কানেক্টিং ফ্লাইট পরিচালন করে। সম্প্রতিই গুজরাটের সুরাট থেকেও বিমান পরিষেবা চালু করা হয়েছে। আগামী ৩ মার্চ থেকে বেঙ্গালুরু, দিল্লি ও কলকাতা থেকে সরাসরি বিমান চালু করা হবে।