
কোটি কোটি টাকার মালিক হয়েও যে সাদামাটা জীবনযাপন করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ ছিলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা। তাঁর মৃত্যুর পর টাটা গ্রুপের দায়িত্ব নিয়েছেন রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা। কিন্তু রতন টাটার আরও এক ভাই আছেন, নিজের ভাই। তিনি কোথায় জানেন?
মিডিয়া ও লাইমলাইট থেকে শতহস্ত দূরে থাকেন রতন টাটার ভাই জিমি টাটা। ২০২৩ সালের জুন মাসে জিমির সঙ্গে নিজের ছোটবেলার একটা ছবি পোস্ট করেছিলেন রতন টাটা। আর তারপরই নেট নাগরিকদের নজরে আসেন জিমি।
রতন টাটা একধরণের সাদামাটা জীবনযাপন করতেন। যদিও তাঁর কাঁধে টাটাদের বিরাট সাম্রাজ্যের দায়িত্ব ছিল। অন্যদিকে, তাঁর ভাই জিমি পারবারিক ব্যবসা থেকে বেশ দূরেই থাকেন। আর একেবারে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। বর্তমানে, জিমি টাটা মোটরস, টাটা স্টিল, টাটা সন্স, টিসিএস, টাটা পাওয়ার, ইন্ডিয়ান হোটেলস ও টাটা কেমিক্যালের শেয়ারহোল্ডার।
Did you know of Ratan Tata’s younger brother Jimmy Tata who lives a quiet reticent life in a humble 2 bhk flat in Colaba, Mumbai! Never interested in business, he was a very good squash player and would beat me every time.
Low profile like the Tata group! pic.twitter.com/hkp2sHQVKq— Harsh Goenka (@hvgoenka) January 19, 2022
এত সম্পত্তি থাকার পরও জিমি মুম্বইয়ের কোলাবায় একটা দু’কামরার ফ্ল্যাটে থাকেন। বিয়েও করেননি তিনি। তথ্য বলছে, তিনি নাকি মোবাইল ফোনও ব্যবহার করেন না। সাম্প্রতিক কালে রমাপ্রসাদ গোয়েঙ্কার পুত্র হর্ষবর্ধন গোয়েঙ্কা তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। এই পোস্টে তিনি লিখেছিলেন জিমি টাটার কথা। এ ছাড়াও জিমি টাটা যে একজন দারুণ স্কোয়াশ খেলোয়াড়, তাও উল্লেখ করেছেন হর্ষবর্ধন।