Term Deposit: মেয়াদ পূর্তির আগে টার্ম ডিপোজিটের টাকা তোলা যাবে, ঘোষণা আরবিআইয়ের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 27, 2023 | 1:14 AM

RBI: নন কলেবল ডিপোজিটে ন্যূনতম টাকা বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। এছাড়া টার্ম ডিপোজিটে সুদের হারেও বদল করা হচ্ছে। আমানতের মেয়াদ, পরিমাণ ও নন কলেবল ডিপোজিটের প্রেক্ষিতেই সুদের হার আলাদা করা হচ্ছে বলে আরবিআই জানিয়েছে।

Term Deposit: মেয়াদ পূর্তির আগে টার্ম ডিপোজিটের টাকা তোলা যাবে, ঘোষণা আরবিআইয়ের
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Follow Us

নয়া দিল্লি: নির্দিষ্ট সময় পূর্তির আগেই ব্যাঙ্ক থেকে টার্ম ডিপোজিটের (Term Deposit) টাকা তোলা যাবে। এবার থেকে এই সুযোগ মিলবে বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বৃহস্পতিবার RBI জানিয়েছে, ১৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত টার্ম ডিপোজিটের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। অন্যদিকে, নন কলেবল ডিপোজিটে ন্যূনতম টাকা বিনিয়োগের পরিমাণও বাড়ানো হয়েছে।

এদিন রিজার্ভ ব্যাঙ্ক এক সার্কুলার দিয়ে জানিয়েছে, নন-কলেবেল টার্ম ডিপোজিট (TD) অফারেই গ্রাহকদের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। ১৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত গার্হস্থ্য মেয়াদী সকল আমানতে মেয়াদের আগেই টাকা তোলা যাবে। অন্যদিকে, নন কলেবল ডিপোজিটে ন্যূনতম টাকা বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। এই সার্কুলার সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কের জন্য প্রযোজ্য। এতদিন পর্যন্ত ব্যাঙ্কগুলিতে নন-কলেবল ডিপোজিটে ন্যূনতম ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেত।

এছাড়া টার্ম ডিপোজিটে সুদের হারেও বদল করা হচ্ছে। আমানতের মেয়াদ, পরিমাণ ও নন কলেবল ডিপোজিটের প্রেক্ষিতেই সুদের হার আলাদা করা হচ্ছে বলে আরবিআই জানিয়েছে।

Next Article