RBI New Rules: দিতে হবে অতিরিক্ত সুদ, তিন মাসের ‘ডেডলাইন’! সেভিং ও FD-তে নীতি বদল RBI-র
RBI on FD Rules: রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বলা হয়েছে, এক লক্ষ টাকা পর্যন্ত জমায় দেশের সমস্ত ব্যাঙ্ক একই হারে সুদ দেবে। সরকারি, বেসরকারি সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রে এক নিয়ম। এতদিন পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ইচ্ছামতো আকর্ষণীয় সুদের কথা বলে গ্রাহকসংখ্যা বাড়ানোর চেষ্টা করত বিভিন্ন ব্যাঙ্ক।

মুম্বই: বদলে যাচ্ছে নিয়ম নীতি। নতুন বছর থেকে নতুন নিয়ম লাগু করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যে জায়গায় সবচেয়ে বেশি টাকা রাখে সাধারণ মধ্যবিত্ত মানুষ। সেখানেই বিরাট বদল আনছে রিজার্ভ ব্যাঙ্ক। ঠিক কী বদল? কতটাই বা প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে?
সেভিংসের নীতি পরিবর্তন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বলা হয়েছে, এক লক্ষ টাকা পর্যন্ত জমায় দেশের সমস্ত ব্যাঙ্ক একই হারে সুদ দেবে। সরকারি, বেসরকারি সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রে এক নিয়ম। এতদিন পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ইচ্ছামতো আকর্ষণীয় সুদের কথা বলে গ্রাহকসংখ্যা বাড়ানোর চেষ্টা করত বিভিন্ন ব্যাঙ্ক। এর ফলে অনেক সময় নানা নিয়ম ভাঙার অভিযোগও উঠেছে। ফলে নতুন বিধিতে আরবিআই ব্যাঙ্কগুলির ‘স্বাধীনতা ছেঁটে’ দিল বললেই চলে। তবে জমার অঙ্ক এক লক্ষ টাকার বেশি হলে একেক ব্যাঙ্কে সুদের হার একেক রকম হতে পারে। সেখানে নিয়মের ক্ষেত্রে শিথিলতা বজায় রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি, এও বলা হয়েছে যে প্রতি তিন মাস অন্তর সেভিংস অ্যাকাউন্টে জমা পড়বে সুদের টাকা।
ফিক্সড ডিপোজিট নিয়ে কী ভাবছে RBI?
নতুন নিয়মে আরও বলা হয়েছে, এবার থেকে মেয়াদ শেষের আগে এফডি ভেঙে ফেললে কত টাকা কেটে নেওয়া হবে, তা গ্রাহককে আগাম জানাবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। সেটা ফিক্সড ডিপোজিটের ফর্মে বাধ্যতামূলকভাবে লিখে দিতে হবে। এক্ষেত্রে মেয়াদ শেষের আগে এফডি ভাঙলে কোনও ব্যাঙ্ক গ্রাহককে সুদ না দিতেও পারে। কিন্তু, এফডি করার সময় সেটা পরিষ্কার করে গ্রাহককে জানিয়ে দিতে হবে।
পাশপাশি, দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ককে স্থায়ী আমানতের সর্বনিম্ন সময়সীমা সাত দিন রাখতে বলেছে আরবিআই। এফডির মেয়াদ শেষের দিনে ছুটি থাকলে, পরের দিন সুদেমূলে পুরো টাকা হাতে পাবেন গ্রাহক। এ ক্ষেত্রে অতিরিক্ত এক দিনের সুদ যোগ করে টাকা ফেরত দিতে হবে। এছাড়াও বলা হয়েছে, গ্রাহক না বললে আগের মেয়াদ ও পুরনো সুদের হারে এফডি অটো-রিনিউয়াল হবে না।
পড়ে থাকা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে চালু সুদের হার ও সেভিংসে সুদের হারের মধ্যে যেটা কম সেটা পাবেন গ্রাহক। তবে তিনি নতুন করে স্থায়ী আমানতে টাকা রাখতে পারবেন। দু’টি ক্ষেত্রে কেবল এইসব নিয়ম খাটবে না। গ্রাহক যদি সিনিয়র সিটিজেন হন অথবা যদি ৩ কোটি বা তার বেশি টাকা ব্যাঙ্কে রাখেন, সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া নিয়মে আটকে থাকতে হবে না।
