
যত দিন যাচ্ছে বাড়ছে মানুষের ডিজিটাল নির্ভরতা। বিশেষ করে অনলাইন ব্যাঙ্কিং এবং ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে প্রতিদিন নতুন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে। সেই সঙ্গেই বাড়ছে সাইবার অপরাধের সংখ্যাও। প্রতিদিন নিত্য নতুন পদ্ধতিতে সাইবার অপরাধের ঘটনা ঘটছে। সেই অপরাধের সংখ্যা কমাতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সাইবার সুরক্ষা সংক্রান্ত নতুন কিছু নিয়ম নিয়ে এসেছে। অনলাইন ফ্রড এবং ডিজিটাল ব্যাঙ্কিং সংক্রান্ত সুরক্ষা বাড়ানোই তাঁর মূল উদ্দেশ্য।
অনলাইন আর্থিক লেনদেনের ক্ষেত্রে জালিয়াতি কমাতে মানিটারি পলিসি কমিটি এবং আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র একটি বৈঠক করেন। সেই বৈঠকে জালিয়াতির ঘটনা কমাতে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আরও শক্তিশালী অথিনটিকেশন সিস্টেম প্রণয়ন, ভারতীয় ব্যাঙ্কগুলির জন্য এক্সক্লুসিভ ডোমেন তৈরি থেকে জালিয়াতি সনাক্তকরণের জন্য উন্নত মানের প্রযুক্তি নিয়ে আসা, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। মূলত ৩টি বিষয়ে জোর দেওয়া হয়েছে, সেগুলি হল।
১। অনন্য ‘bank.in’ এবং ‘fin.in’ প্রণয়ন –
ভারতীয় ব্যাঙ্কগুলির জন্য অনন্য ‘bank.in’ ডোমেন কেনার কথা হয়েছে। যাতে ইন্টারনেট ব্যাঙ্কিং আরও বেশি কার্যকরী হয়। এর ফলে সাইবার অপরাধীদের তৈরি জাল ওয়েবসাইটের দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাও কমবে। চলতি বছরের এপ্রিল মাস থেকেই ‘bank.in’ ডোমেনে ভারতীয় ব্যাঙ্কগুলির রেজিস্ট্রেশন শুরু হবে।
আর্থিক পরিষেবা প্রদানকারী নন-ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল কোম্পানি এবং অনান্য সংস্থাগুলির আর্থিক লেনদেনের জন্য চালু করা হবে ‘fin.in’ ডোমেন।
২। শক্তিশালী অথিনটিকেশন অনলাইন পেমেন্ট –
নিরাপত্তার আরেকটি স্তর যোগ করতে, RBI আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্টে অ্যাডিশনাল ফ্যাক্টর অফ অথেনটিকেশন (AFA) প্রসারিত করছে। যদিও AFA ইতিমধ্যেই দেশীয় লেনদেনের জন্য বাধ্যতামূলক, তবে এই নতুন নিয়মটি এবার আন্তর্জাতিক অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আন্তঃসীমান্ত ই-কমার্স এবং আন্তর্জাতিক সাবস্ক্রিপশন বৃদ্ধির সঙ্গে, অনেক ভারতীয় বিদেশী ওয়েবসাইট এবং পরিষেবাগুলিতে অনলাইনে অর্থ প্রদান করে। এই লেনদেনগুলিতে AFA প্রসারিত করা অনুমোদন ছাড়া টাকা দেওয়া এবং প্রতারণামূলক লেনদেনের হার কমাবে। এটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিশ্বব্যাপী ডিজিটাল অর্থপ্রদানকে আরও নিরাপদ করে তুলবে।
৩। ব্যাঙ্ক এবং এনবিএফসিকে অবশ্যই সাইবার নিরাপত্তা আরও উন্নত করতে হবে –
সাইবার অপরাধীদের ক্রমাগত নতুন নতুন পদ্ধতিতে জালিয়াতি করা আটকাতে, ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলিকেও তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে।
আরবিআই-এর আর্থিক প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে বার্তা
ক. সন্দেহজনক লেনদেন দ্রুত সনাক্ত করতে জালিয়াতি সনাক্তকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে হবে।
খ. সাইবার অ্যাটাকের ক্ষেত্রে দ্রুত সমস্যার সমাধান করতে শক্তিশালী প্রতিক্রিয়া পরিকল্পনা তৈরি করতে হবে।
গ. অপারেশনাল স্থিতিস্থাপকতা উন্নত করতে নিয়মিত সাইবার নিরাপত্তা পরিকাঠামো পরীক্ষা করার কথাও বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।